সমীরণ পাল, বারাসাত: দেওয়াল কার দখলে থাকবে? তৃণমূল না বিজেপি? রাজ্যের শতাধিক পুরসভার বকেয়া ভোট ঘোষণার আগেই এবার উত্তর ২৪ পরগনার বারাসাতে দেওয়াল লিখন নিয়ে সংঘাতে জড়াল তৃণমূল আর বিজেপি।


বারাসাত পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিধান পার্ক এলাকায় দেখা গিয়েছে এই ছবি। সম্প্রতি এখানে কয়েকটি দেওয়ালে, দলের প্রতীক আঁকতে শুরু করেছিলেন বিজেপি কর্মীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে নির্দিষ্ট কয়েকটি দেওয়ালে তাঁরা প্রচার চালিয়ে আসছেন। অথচ জোর খাটিয়ে বিজেপি-র জন্য নির্দিষ্ট সেই দেওয়ালও দখল করে নিচ্ছে তৃণমূল। অভিযোগ, রবিবার বিজেপি কর্মীদের দেওয়ালে আঁকা পদ্ম প্রতীক মুছে ফেলতে বাধ্য করা হয়েছে। বাধা দেওয়ায় ধাক্কাও মারা হয় বলে অভিযোগ। উল্টে বিজেপিই তাদের দেওয়াল দখল করে নেয়, পাল্টা দাবি তৃণমূলের। 


বারাসাত পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি সহ সভাপতি মিলন বিশ্বাসের অভিযোগ, ‘এসে বলছে, আমাদের দেওয়াল, সব মোছ। আমরা গত তিনটি নির্বাচন ধরে লিখে আসছি। ওরা লোকবল নিয়ে মুছতে বাধ্য করল। আমাদের দিয়েই মুছিয়েছে। সবই যদি ওরা নেবে, আমরা লিখব কোথায়?’


বিজেপির অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। বারাসাত শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অরুণ ভৌমিকের দাবি, ‘দেওয়াল কিন্তু কারও পার্টিকুলার দেওয়াল কখনও হয় না। নির্বাচন আসে। তার আগে প্রতিটি রাজনৈতিক দল সাইট ফর করতে নামে। প্রতি বছর একটা দেওয়ালে লিখি বলে দাবি করা, এটা কোনও দাবি নয়।’


গত পুরভোটে ৩৫ ওয়ার্ডের বারাসাত পুরসভা দখল করেছিল তৃণমূল। পুরবোর্ডের মেয়াদ ফুরনোর পর থেকে প্রশাসক বসিয়ে কাজ চলছে। ২৭ ফেব্রুয়ারি শতাধিক পুরসভায় বকেয়া ভোট করাতে চায় রাজ্য সরকার। আদালতে তেমনটাই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। পুরভোটের দিনক্ষণ নিয়ে এই জল্পনার মধ্যেই এবার দেওয়াল দখল নিয়ে শাসক-বিরোধীর সংঘাত শুরু হল বারাসাতে। এই অভিযোগ-পাল্টা অভিযোগ নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।