পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : বিজেপি করার 'অপরাধে' মহিলা মোর্চার সভানেত্রীকে বাড়িছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাঁকুড়া জেলার তালডাংরা থানা এলাকার ঘটনা। আতঙ্কে ওই নেত্রী বাড়িছাড়া। প্রাণের ভয়ে তিনি জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন। তাঁর কাছে ঘটনাটি নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি।


বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বাড়ি ছাড়া ছিলেন ওই নেত্রী। পরে বাড়ি ফিরলে তাঁর উপর বারবার অত্যাচার নেমে এসেছে বলে অভিযোগ। আরও অভিযোগ, এলাকার দাপুটে তৃণমূল নেতা নিতাই চক্রবর্তী আজ সকালে তাঁকে বাড়িছাড়া করার হুমকি দেন। আতঙ্কে তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন।


ওই নেত্রী বলেন, আজ আমি বাড়ির মধ্যে ফোনে কথা বলছিলাম। সেই সময় ওরা বলে, ওদের নাকি আমি গালিগালাজ করছি। সকালে নিতাই চক্রবর্তীর নেতৃত্বে তৃণমূলের সবাই চলে আসেন। আমাকে হুমকি দেন। কারণ, আমি বিজেপি করি। আমার উপর হুমকি, অত্যাচার চালাচ্ছে তৃণমূল। প্রাণে বেঁচে কোনওরকমে চলে এসেছি।


আরও পড়ুন ; টেন্ডার দুর্নীতিতে অভিযুক্ত শ্যামাপ্রসাদের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে শাসক-বিরোধী ২ শিবিরই


বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজিত অগস্তি বলেন, ভোট-পরবর্তী হিংসা শুরু করেছে শাসকদল। লজ্জাজনক ঘটনা যে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছেন। বিজেপির মহিলা নেত্রীকে মারধর, শ্লীলতাহানি করছেন। তাঁর মেয়েকে মারধর করেছেন। এনিয়ে আগামী দিন আমরা আন্দোলনে নামব।


যদিও অভিযোগ উড়িয়ে নিতাই চক্রবর্তী বলেন, পুরোটাই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। ২০২১-এ নির্বাচনের সময় আমাদের গালিগালাজ করতেন ওই মহিলা নেত্রী। তিনি বলেছিলেন, আমরা যদি ক্ষমতায় আসে তাহলে নিতাই চক্রবর্তীকে আগুন দিয়ে জ্বালাব। আমারা গালিগালাজ না করার আবেদন করেছিলাম। আমি হুমকি দিইনি। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ। আমরা গিয়েছিলাম যাতে উনি বাড়িতে সুষ্ঠুভাবে থাকতে পারেন। আর কাউকে যেন গালিগালাজ না করেন। আমার সঙ্গে মহিলা নেতৃত্ব গিয়েছিল।