পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: শিলাবতী নদীতে তলিয়ে যাওয়া স্বর্ণময় চক্রবর্তী নামে কিশোরের মৃতদেহ উদ্ধার হল সোমবার। ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে সিমলাপালের মাচাতোড়া অঞ্চলের তপুবাইদ নদী ঘাট থেকে উদ্ধার হল কিশোরের মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমেছে।                                                                              


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুজোয় গ্রামের বাড়ি তালডাংরার হাড়মাসড়ায় এসেছিল এই পরিবার। পুজো শেষ হতেই বাবা মা ও ছেলেকে নিয়ে রবিবার পারিবারিক পিকনিক করতে যায়। সকালের পর তালডাংরার শিলাবতী নদীর ঘাঘর নদী ঘাটে, দুপুর প্রায় বারোটা নাগাদ নদীতে বাবা ও এই কিশোর স্নান করতে নামে। সেই সময়ে শিলাবতী নদীর জলের তোড়ে তলিয়ে যায় বাবা ও ছেলে। 


তৎক্ষণাৎ নদীর পাড়ে থাকা বেশ কয়েকজন কিশোরের বাবাকে উদ্ধার করতে পারলেও উদ্ধার করতে পারেনি স্বর্ণময় চক্রবর্তী নামের এই কিশোরকে।  ১৫ বছর বয়সী ওই কিশোরকে প্রায় ৩ কিমি দূরে শিলাবতী নদীর বুকে  সিমলাপালের মাচাতোড়া এলাকার তপুবাইদ নদী ঘাটে দেখতে পায় ওই কিশোরের মৃতদেহ। তড়িঘড়ি খবর দেওয়া হয় তালডাংরা থানায়। ঘটনাস্থলে উপস্থিত হয় তালডাংরা থানার পুলিশ কর্মী ও বিপর্যয় মোকাবিলার কর্মীরা।                                                  


ঘটনাস্থল থেকে উদ্ধার করে কিশোরের মৃতদেহ তালডাংরা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরবর্তী সময়ে তালডাংরা থানার পুলিশ কর্মীরা মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।