মুম্বই : বলিউডের খানদের একচেটিয়া আধিপত্য ভেঙে চুরমার করে দিয়েছিলেন 'কহো না পেয়ার হ্যায়' দিয়ে। সেদিকে সেই 'রোহিত' কিংবা 'রাজ' দুদশক পেরিয়ে ভারতীয় ছবির গ্রিক গড। মানুষ তাঁকে যেমন অভিনেতা হিসেবে ভালোবেসেছে, বোধহয় তাঁর নাচের অনুরাগীর সংখ্যা আরও বেশি। তাই হৃত্বিক রোশন কোথাও একটু স্টেপ মেলালেই তা এক ঝলক দেখা জন্য বলিউড প্রেমীরা উদগ্রীব হয়ে থাকেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জিম সেশনে আটের দশকের বলিউডের হিট গান শোনেন হৃত্বিক রোশন (Hrithik Roshan)। নাচ যাঁর রক্তে যতই তিনি ব্যস্ত থাকুন শরীর গড়তে, একটু আধটু যে পা দুলবেই। এই ভাবনা থেকেই হৃত্বিক রোশন মাঝেমধ্যে জিমের ভিডিও পোস্ট করেন নিজের ইনস্টাগ্রাম হ্য়ান্ডলে। সিরিজটিতে #braindead #totalloss এই হ্যাশট্যাগ দুটো ব্যবহার করেন বলিউড তারকা। তাঁর সাম্প্রতিকতম ভিডিওটি পোস্ট করেছেন 'ওয়ার' স্টার। যেখানে আটের দশকের বলিউড ছবির 'জানু মেরি জান, ম্যায় তেরে কুরবান' গানটি শোনা যাচ্ছে একিট জিমের ভিতরে। আর জিম করতে করতেই বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে দিব্যি নেচে উঠলেন হৃত্বিক রোশন। তাঁর পরণে রয়েছে একটি কালো টি শার্ট, ছাই রঙের জিম ট্রাউজার। আর মাথায় লাল কালো টুপি। আর ট্রেডমার্ক দাড়ি তো তাঁর মুখে রয়েছেই।


আরও পড়ুন - Ranveer Singh Update: রণবীর সিংহের কুইজ শো 'দ্য বিগ পিকচার'-র প্রথম প্রতিযোগী কত টাকা জিতলেন?


ইনস্টাগ্রামে এই ভিডিও পোস্ট করার পরই যেন ঝড় বয়ে গিয়েছে অনুরাগীদের কমেন্টের। শুধু সাধারণ অনুরাগীরাই নন। কমেন্টে ভরিয়ে দিতে থাকেন বলিউডের অন্যান্য তারকারাও। দীপিকা পাড়ুকোন থেকে কৃতী শ্যানন। রণবীর সিংহ থেকে আয়ুষ্মান খুরানা। বরুণ ধবন থেকে প্রীতি জিন্টা। সকলেই কমেন্টে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হৃত্বিক রোশনের ওই পোস্টে। বলা বাহুল্য হৃত্বিকের এই ভিডিও শুধু ভাইরাল হয়নি, নতুন সেনসেশন হতে চলেছে যেন।


আরও পড়ুন - Mahima Chaudhry Update: একজন অভিনেত্রী কাউকে ডেট করলে ইন্ডাস্ট্রি তাঁকে কীভাবে দেখত? বিস্ফোরক মহিমা চৌধুরী


এই মুহূর্তে হৃত্বিক রোশন ব্যস্ত রয়েছেন তামিল ছবি 'বিক্রম বেদা'র রিমেকে। সেটাও অবশ্য কিছুদিন আগে হৃত্বিক নিজেই তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে জানিয়েছিলেন। ছবিটি পরিচালনা করছেন পুস্কর-গায়েত্রী জুটি। তামিল ছবিটির পরিচালকও ছিলেন ওঁরাই। এই ছবিতে হৃত্বিক রোশনের সঙ্গে দেখা যাবে বলিউডের ছোটে নবাব সেফ আলি খানকে। এরপর দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে তাঁকে দেখা যাবে 'ফাইটার' ছবিতে। এটাই বলিউডের প্রথম এরিয়াল অ্যাকশন ড্রামা তৈরি হতে চলেছে। ছবিটি পরিচালনা করবেন হৃত্বিকেরই 'ওয়ার' খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ। তিনি এই ছবিতে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করছেন।