সঞ্চয়ন মিত্র, কলকাতা: মাঘের শুরুতে খামখেয়ালি শীত। পারদের ওঠানামার ফাঁকেই বৃষ্টির ভ্রুকুটি (Rain Forecast)। আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা (Lowest Temperature) ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।  আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Office) জানিয়েছে, জোড়া পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ার পরিবর্তন হয়েছে উত্তর-পশ্চিম ভারতে (North-West India)। তার প্রভাবে রাজ্যেও (West Bengal) আবহাওয়ার পরিবর্তন। আজ ও কাল উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পঙেও বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবার বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার জেরে বাধা পাবে উত্তুরে হাওয়া।

  • ফের বাড়বে তাপমাত্রা।
  • শীতের আমেজ আরও একবার গায়েব হওয়ার সম্ভাবনা। 
  • সপ্তাহান্তে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

এক নজরে দেখে নিন আগামী কয়েকদিনের তাপমাত্রা 

দিন সর্বনিম্ন 
তাপমাত্রা
সর্বোচ্চ
তাপমাত্রা
সারাদিন কেমন কাটবে
২০-Jan ১৩.০ ২৩.০ পরিষ্কার আকাশ 
২১-Jan ১৩.০ ২৩.০ পরিষ্কার আকাশ , হালকা বৃষ্টি
২২-Jan ১৫.০ ২২.০ মেঘলা আকাশ, হালকা বৃষ্টি
২৩-Jan ১৬.০ ২৩.০ মেঘলা আকাশ, হালকা বৃষ্টি
২৪-Jan ১৭.০ ২৪.০ মেঘলা আকাশ, ভারী বৃষ্টি

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তার আগে মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। 

আরও পড়ুন: North 24 Parganas Weather Forecast: বঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন উত্তর ২৪ পরগণার আবহাওয়া?