পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: তৃণমূলের বিবাদে ধুন্ধুমার বাঁকুড়ার সিমলাপালে। মাচাতোড়া অঞ্চলে দলের পার্টি অফিসের বাইরে তৃণমূল কর্মীদের একাংশের তাণ্ডব চালানোর অভিযোগ। অঞ্চল সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও টাকা তছরুপের অভিযোগ তোলেন তাঁরা। যদিও অভিযোগ প্রসঙ্গে কোনও মন্তব্য় করতে চাননি তৃণমূল নেতা।


কোথাও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল চেয়ার। কোথাও তালা ঝুলিয়ে দেওয়া হল পার্টি অফিসে। বাঁকুড়ার সিমলাপালে, তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে দলেরই নেতা-কর্মীদের একাংশ। কিন্তু কী কারণে এই বিক্ষোভ? ক্ষুব্ধ নেতা-কর্মীদের দাবি, তাঁদের নিজস্ব একটি দলীয় ফান্ড রয়েছে। সেই ফান্ডের দায়িত্বে ছিলেন, মাচাতোড়া অঞ্চলের তৃণমূল সভাপতি, শিশির শতপথি। অভিযোগ, সেই ফান্ড তছরুপ করেছেন অঞ্চল সভাপতি। বারবার হিসেব দিতে বললেও, এড়িয়ে যাচ্ছিলেন তিনি। কর্মীদের দাবি, রবিবার, এই পার্টি অফিসে বসে হিসেব দেওয়ার কথা ছিল। কিন্তু এদিনও আসেননি তিনি। এরপরই পার্টি অফিসে তালা দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ। অঞ্চল সভাপতিকে দলীয় পদ থেকে সরানোরও দাবি ওঠে। 


হিসেব নিয়ে গন্ডগোল:
আজ দলীয় ফান্ডের হিসেব দেওয়ার কথা ছিল। কিন্তু সেটা দেওয়া হয়নি। অঞ্চল সভাপতি না আসায় তালাবন্ধ। সিমলাপালের মাচাতোড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য পিনাকীরঞ্জন মহান্তি বলেন, 'তিনি দলের টাকা আত্মসাৎ করেছেন। দলীয় ফান্ডের হিসেব চাইছি। দিতে পারছে না। দলীয় কর্মীরা মাসের টাকা দিয়ে একটা ফান্ড তৈরি হয়েছে। দুর্নীতিগ্রস্ত। তাঁকে সরানো দরকার। জেলা নেতৃত্ব কোনও মন্তব্য় করছেন না। এরা সবাই তৃণমূল কর্মী।' যদিও অভিযোগ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলেও কোনও মন্তব্য় করতে চাননি মাচাতোড়ার তৃণমূলের অঞ্চল সভাপতি শিশির শতপথি। এর আগে, গত ২ তারিখ, অঞ্চল সভাপতি পদে রদবদল না হওয়ায়, সিমলাপালে তৃণমূলের ব্লক পার্টি অফিসের বাইরেই ব্যাপক ভাঙচুর চালান দলের কর্মীদের একাংশ। যে অফিসে মাঝে মধ্যেই তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী এসে বসেন, সেখানেই তালা ঝুলিয়ে দেওয়া হয়। এবার সেই সিমলাপালের মাচাতোড়ায় তৃণমূলের পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিলেন দলের কর্মীদের একাংশ। পঞ্চায়েত ভোটের আগে বারবার শাসকদলে গোষ্ঠী কোন্দল। যা নিয়ে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। 


বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, 'প্রপ্রাইটার ভার্সেস প্রপাইটারের লড়াই। চোর ভার্সেস চোরের লড়াই। পঞ্চায়েতে তৃণমূল-তৃণমূলে লড়াই হবে। চোরেরা চেয়ার ভাঙছে। মাফিয়া বাড়ি আক্রমণ করবে।'


সিমলাপালের তৃণমূল ব্লক সভাপতি ফাল্গুনি সিংহবাবু বলেন, 'দল বিশৃঙ্খল আচরণ বরদাস্ত করে না। অঞ্চল সভাপতির সঙ্গে যোগাযোগ করেছি। অঞ্চল সভাপতিকে বলব, বিকেলে আসতে বলেছি।' 


আরও পড়ুন: রাতে সেরেছিলেন ডিনার, সকালে দরজা খুলতেই ঝুলন্ত দেহ উদ্ধার হোটেলে