কলকাতা: বক্স অফিসে ঝড় তুলেছে 'পাঠান' (Pathaan)। মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের উত্তেজনা প্রভাব ফেলতে শুরু করেছে। সিনেমা হলে ভিড় জমাচ্ছেন দর্শকেরা। কেউ আগে থেকে টিকিট কেটে রেখেছেন তো কেউ সকাল থেকে লাইন দিয়ে টিকিট কাটছেন। মাত্র ৪ দিনেই ২০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে এই ছবি। দীর্ঘদিন বাদ পর্দায় ফিরেছেন কিং খান (Shah Rukh Khan)। তাঁকে দেখার অপেক্ষায় ছিলেন দর্শকেরা কতটা, তার প্রমাণ মিলেছে সিনেমা হলগুলির ভিড় দেখেই। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, 'পাঠান' দেখাতে বিশেষ ক্ষমতা সম্পন্ন বন্ধুকে কাঁধে করে বয়ে নিয়ে এলেন এক যুবক। কিং খান প্রীতি এবং তাঁর সঙ্গে বন্ধুত্বের নিদর্শনও এই ভিডিও। 


'পাঠান' দেখতে বন্ধুকে বিশেষ সাহায্য বন্ধুর-


সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ৩৫ সেকেন্ডের ভিডিও ট্যুইটারে শেয়ার করেছেন হালিম হক নামে এক ব্যবহারকারী। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি পিঠে করে সিনেমা হলে বয়ে নিয়ে এসেছেন তাঁর বিশেষ ক্ষমতা সম্পন্ন এক বন্ধুকে। তাও শুধুমাত্র 'পাঠান' দেখার জন্য। শুধু তাই নয়, তাঁরা পশ্চিমবঙ্গে 'পাঠান' দেখতে এসেছেন বিহার থেকে। ভিডিওটি শেয়ার করে লিখেছেন, 'শাহরুখ খানের এক বিশেষ ক্ষমতা সম্পন্ন অনুরাগী। যিনি নিজের পায়ে হাঁটতে পারেন না। বিহারের ভাগলপুর থেকে বন্ধুর কাঁধে চেপে পশ্চিমবঙ্গের মালদায় এসেছেন 'পাঠান' দেখার জন্য। মালদার সামসি পবন সিনেমা হলে এসেছেন তাঁরা।' নেট দুনিয়ায় ভিডিওটি শেয়ার করা হতেই তা ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যেই লাখ খানেক ভিউ হয়ে গিয়েছে সেটি। আর আবেগপ্রবণ কমেন্টে ভরিয়েছেন ট্যুইটার ব্যবহারকারীরা। কেউ কমেন্ট করেছেন শাহরুখ খানেরই গানের লাইন ধরে, 'অ্যায়সি দিওয়ানগি দেখি নেহি কাঁহি'। আবার কেউ কমেন্ট করেছেন, 'কাঁদিয়ে দিলে ভাই'।



আরও পড়ুন - Pathaan Box Office Collection: মাত্র ৪ দিনেই 'কেজিএফ ২', 'বাহুবলী ২'কে পিছনে ফেলল 'পাঠান'


প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে 'পাঠান'। কিং খানকে পর্দায় দেখার জন্য দর্শকেরা অপেক্ষায় ছিলেন গত ৪ বছর ধরে। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। আর বিশ্ব জুড়ে দর্শকেরা 'পাঠান' দেখতে হলমুখী হচ্ছেন।