গঙ্গাজলঘাটি : শাসক থেকে বিরোধী, আবাসকাণ্ডে ফের নেতাদের নিশানায় বিডিও। তৃণমূল বিধায়কের পর এবার তৃণমূলের ব্লক সভাপতির নিশানায় বিডিও। 'ডেপুটেশনের নামে ব্লক অফিসে কেন ঢুকলেন বিজেপির কর্মী-সমর্থকরা ?' প্রশ্ন তুলে গঙ্গাজলঘাটির বিডিও ও আইসি-কে হুঁশিয়ারি তৃণমূল নেতার। বিডিও ও আইসি-কে বিজেপির 'দালাল' বলে আক্রমণ করেন তিনি।
বিডিও অফিস, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি গঙ্গাজলঘাটির তৃণমূল ব্লক সভাপতির। এর আগে আবাস-দুর্নীতি ইস্যুতে বিডিওর চাকরি খাওয়ার হুমকি দিয়েছিলেন তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারও হুঁশিয়ারি দিয়েছিলেন বিডিওকে।
এদিনের সভায় গঙ্গাজলঘাটি ১ ব্লক তৃণমূলের সভাপতি হৃদয়মাধব দুবে বলেন, "বিডিও অফিসের গেট খুলে বিজেপি কী করে ঢুকল তার কৈফিয়ৎ বিডিও সাহেবকে দিতে হবে। তার সঙ্গে আইসি সাহেবকেও দিতে হবে যে বরাবর ব্লক অফিসে যখন ডেপুটেশন হয় তখন সবাই গেটের বাইরে থাকে, আর ডেপুটেশন দেওয়ার জন্য টিম যায়। এখানে বিজেপির দালালি করা চলবে না। বিডিও সাহেব, আইসি সাহেব শুনে নিন, বিজেপির দালালি করা চলবে না। নিরপেক্ষভাবে কাজ করবেন। জেনে রাখুন আইসি সাহেব, যদি বিজেপিকে কোনও রকম ফিডব্যাক দিতে চান, তাহলে আমরা কিন্তু থানা ঘেরাও করব।"
সম্প্রতি আবাস-বিতর্কে বিডিও-কে হুঁশিয়ারি দেন বাঁকুড়ার তালডাংরার তৃণমূল বিধায়ক। দলীয় সভা থেকে রীতিমতো হুমকির সুরে বিধায়ক অরূপ চক্রবর্তী বলেন, "দোতলা বাড়ির মালিক আবাস যোজনার সুবিধা পেলে বিডিও-র চাকরি থাকবে না। বিধানসভায় দাঁড়িয়ে সেই অভিযোগ তুলে বিডিও-কে সরকারি পদ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব।"
তালডাংরার বিধায়কের বক্তব্য সামনে আসতেই অস্বস্তিতে পড়ে তৃণমূল। জেলা নেতৃত্বের দাবি, নির্দিষ্ট অভিযোগ পেয়ে ওই মন্তব্য করেছেন বিধায়ক। বিজেপির কটাক্ষ, আবাস যোজনা নিয়ে বিরোধীদের দাবিকেই সিলমোহর দিয়েছেন শাসকদলের নেতা।
বাঁকুড়ার তালডাংরায় ক্ষেতমজুর ইউনিয়নের বাঁকুড়া জেলা সম্মেলন উপলক্ষ্যে প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম। তালডাংরা বাজারে সেই সভার পাল্টা সভা করে তৃণমূল। সেই সভাতেই বক্তব্য রাখতে উঠে তালডাংরার তৃণমূল বিধায়ক বলেন, "গরিব মানুষ ঘর পাক, এটা আমরা চাই। কোনও দোতলা ঘরের মালিক যদি আবাস যোজনার ঘরের টাকা পান তাহলে সেই বিডিওর চাকরি থাকবে না। আমি বিধানসভায় দাঁড়িয়ে সেই অভিযোগ তুলে বিডিওকে সরকারি পদ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব।"