পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : আগামী বছর ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হতে পারে পঞ্চায়েত ভোট ( Panchayet Poll 2022 ) । আর, ভোটের কয়েকমাস আগে থেকেই শুরু হয়ে গেছে বিভিন্ন দলের নেতাদের তাল ঠোকাঠুকি! আর বাগযুদ্ধ ক্রমেই এগোচ্ছে মারাত্মক হুঁশিয়ারির পর্যায়ে। মঙ্গলবার বাঁকুড়ার হাড়মাসড়ায় ‘চলো গ্রামে যাই’ কর্মসূচি থেকে বিরোধীদের নিশানা করলেন তালডাংরার তৃণমূল বিধায়ক। সেখানে তাঁর পাশে ছিলেন তৃণমূলের তারকা নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের নিশানা করতে গিয়ে শাণিত কথার ব্যবহারে তিনি তো ইতিমধ্যেই আলোচিত।
তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী এদিন বলেন, 'বিজেপি, সিপিএম, কংগ্রেস ধান মাড়াই হয়ে যাবে। মানুষ তৃণমূলকেই ভোট দেবে। ' পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের পিষে দেওয়ার হুমকিতে সরগরম রাজনীতি । তবে ছেড়ে কথা বলেনি বিজেপিও। CBI-ED ঝাড়াই করছে, গ্রামের মানুষ মাড়াই করে দেবে, পাল্টা হুঙ্কার দিল বিজেপি।
বাসে চেপে গ্রামে নাটক করতে যাচ্ছেন, সুভাষকে কটাক্ষ
বাঁকুড়ার বিজেপি সাংসদকে নিশানা করে তাঁর মন্তব্য, ' আমাদের MP সাহেব গ্রামে আসে না। ভয়ে গাড়ি চাপছেন না। বাসে চেপে গ্রামে নাটক করতে যাচ্ছেন। পঞ্চায়েত নির্বাচনে, গ্রামে ধান মাড়াই হয় জানেন তো, বিজেপি, সিপিএম, কংগ্রেস...এরা ধান মাড়াই হয়ে যাবে। মানুষ তৃণমূলকেই ভোট দেবে।'
পুলিশকে খবর দিতে হবে : সায়ন্তিকা
এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-সহ জেলা নেতৃত্ব। নাম না করে বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারকে নিশানা করেন সায়ন্তিকাও। তিনি বলেন, 'পুলিশকে খবর দিতে হবে। ওনাকে এলাকায় দেখা যাচ্ছে না।'
বাবা-মায়ের কোল খালি হয়ে যাবে : দিলীপ
ভোটের আগে অকথা-কুকথার তোড় বেড়েই চলেছে। হুঙ্কারের তেজ ক্রমেই বাড়ছে। মঙ্গলবারই এক সভা থেকে দিলীপ ঘোষ বলেন, 'আমি এখানে কেশিয়ারিতে বলে যাচ্ছি, খবরদার কিন্তু আর কোনওদিন বিজেপির গাড়ির সামনে আসবেন না। উপর থেকে চলে গেলে, বাবা-মায়ের কোল খালি হয়ে যাবে। LIC করে আসবেন।' মঙ্গলবার শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির নছিপুরে মিছিল করেন দিলীপ ঘোষ। বেশকিছুদিন আগে নারায়ণগড়ে তাঁকে ঘিরে বিক্ষোভের প্রসঙ্গ টেনে এদিন কড়া হুঁশিয়ারি দেন তিনি।