পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: গৃহহীনদের মাথার উপর ছাদ তুলে দেওয়া যে পঞ্চায়েত সমিতির দায়িত্ব, সেই পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষদের দফতরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ফলস সিলিং ! অল্পের জন্য প্রাণে বাঁচলেও, গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে বসেই পরিষেবা দিতে বাধ্য হলেন সভাপতি সহ কর্মাধ্যক্ষরা। 


বাঁকুড়ায় TMC পরিচালিত পঞ্চায়েত সমিতিতেই ভেঙে পড়ল ফলস সিলিং ! 


সরকারি প্রকল্পে এলাকার গৃহহীনদের মাথার উপর ছাদ তুলে দেওয়ার দায়িত্ব স্থানীয় পঞ্চায়েত সমিতির। কিন্তু খোদ পঞ্চায়েত সমিতির সভাপতির চেম্বারেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ফলস সিলিং। অল্পের জন্য সভাপতি সহ কর্মধ্যক্ষরা প্রাণে বাঁচলেও গৃহহীন হলেন তাঁরা। ঘর হারিয়ে খোলা আকাশের নিচে গাছের তলায় বসে পরিষেবা দিতে বাধ্য হচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কর্মাধ্যক্ষরা। 


গৃহহীনদের ছাদ দেওয়ার দায়িত্ব এই দফতরেই !


বাঁকুড়ার ইন্দপুর পঞ্চায়েত সমিতি তৃণমূল পরিচালিত। আর পাঁচটা পঞ্চায়েত সমিতি সহ এই পঞ্চায়েত সমিতির কাঁধেও ছিল গৃহহীনদের মাথায় ছাদ তুলে দেওয়ার। কিন্তু সেই পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কর্মাধ্যক্ষরাই এবার হয়ে পড়লেন গৃহহীন। আজ সকালে দফতর খোলার সময় আচমকাই হুঁড়মুড়িয়ে ভেঙে পড়ে পঞ্চায়েত সমিতির সভাপতির চেম্বারের ফলস সিলিং। সে সময় সভাপতি ও কর্মাধ্যক্ষরা ভেতরে না থাকায় কোনওক্রমে প্রাণে বাঁচেন তাঁরা। কিন্তু ভেঙে পড়া সেই দফতরে বসে আর কাজ করার সাহস দেখাতে পারেননি সভাপতি-সহ কর্মাধ্যক্ষরা।


কাঠগড়ায় স্থানীয় বিডিও


অগত্যা খোলা আকাশের নিচে গাছের তলায় চেয়ার টেবিল পেতে বসে সাধারণ মানুষকে পরিষেবা দিতে বাধ্য হন পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ অন্যান্য কর্মাধ্যক্ষরা। এই ঘটনার জন্য পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কর্মাধ্যক্ষরা কাঠগড়ায় তুলেছেন স্থানীয় বিডিও কে। তাঁদের দাবি, দফতরের বেহাল অবস্থার কথা বারবার বিডিওকে জানানো হলেও তিনি সংস্কারের কোনও ব্যবস্থা নেয়নি। যতদিন পর্যন্ত সংস্কার না হচ্ছে ততদিন এভাবেই গাছের তলায় বসে পরিষেবা দেওয়ার কথা জানিয়েছেন সভাপতি সহ কর্মাধ্যক্ষরা।


আরও পড়ুন, 'ব্যর্থ-অপদার্থ',মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনারকে কড়া আক্রমণ সুকান্ত মজুমদারের


'পঞ্চায়েত সমিতির সভাপতির দফতরের অবস্থা বেহাল, তাঁর জানা ছিল না'


একই ভবনে নিজের দফরে থাকা বিডিও অবশ্য জানিয়েছেন গোটা ভবনটিই বেশ পুরনো। ঢালাও সংস্কারের প্রয়োজন। কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতির দফতরের অবস্থা এতটা বেহাল তা তাঁর জানা ছিল না। অবিলম্বে ওই দফতর সংস্কার করা হবে। আপাতত সভাপতি সহ কর্মাধ্যক্ষদের অন্য দফতরে বসার ব্যবস্থা করা হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।