পাটনা, বিহার: তফসিলি জাতি ও তফসিলি জনজাতিদের জন্য সংরক্ষণ নিয়ে ক্রিমি লেয়ার সংক্রান্ত সুপ্রিম কোর্টের বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিয়েছে একাধিক দলিত ও আদিবাসী সংগঠন। ২১ অগাস্ট ভারত বনধের ডাক দেওয়া হয়েছিল। সেই আন্দোলনে একাধিক জায়গায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে আন্দোলনকারীদের। সামাজিক মাধ্যমে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। তার মধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিহারের পাটনায় আন্দোলন সামলাতে গিয়ে এক এসডিএম-কেই ভুল করে লাঠি মেরে বসেছেন এক পুলিশকর্মী- সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও এখন ভাইরাল। 


কী দেখা যাচ্ছে ভিডিওতে?
ভাইরাল ফুটেজে (Viral Video) দেখা যাচ্ছে, রাস্তায় প্রবল হুড়োহুড়ি হচ্ছে। আন্দোলনকারীদের দিকে লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছে পুলিশ। সেই ভিডিওতে দেখা যাচ্ছে সাদা জামা পরে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি-তিনিই ওই এলাকায় SDM. ভিডিওতে দেখা গিয়েছে ওই ব্যক্তিকেই লাঠির বাড়ি মেরে বসলেন এক পুলিশকর্মী। প্রবল রেগে যান ওই SDM, তড়িঘড়ি ছুটে আসেন বাকি পুলিশকর্মী ও অফিসারেরা। তাঁরা কোনওমতে সামাল দেন পরিস্থিতি। 


সচিন গুপ্তা নামে এক ব্যক্তি X হ্যান্ডেলে ওই ভিডিও পোস্ট করেছেন। দ্রুত ভাইরাল হয়েছে ওই ভিডিও ফুটেজ। নেট নাগরিকদের অনেকেই চূড়ান্ত কটাক্ষ করেছেন। কেউ দাবি করেছেন, পুলিশকর্মী ইচ্ছে করেই SDM-কে লাঠির বাড়ি মেরেছেন। আরেকজনও একই দাবি করে লিখেছেন, 'ভাল করে দেখুন, ইচ্ছে করেই মেরেছে, এবার ওঁর চাকরি যাবে।' আর এক নাগরিকের কটাক্ষ, 'নিজের ওষুধের স্বাদ নিজেকেই নিতে হয়েছে।'


 






ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ডেপুটি সুপারিন্টেডেন্ট অশোক কুমার সিংহ জানিয়েছেন, পুলিশকে অল্প শক্তিপ্রয়োগ করতে হয়েছে কারণ আন্দোলন শান্তিপূর্ণ ছিল না। এই আন্দোলনের কারণে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছিল বলে জানিয়েছেন তিনি। PTI সূত্রের খবর, এদিনের আন্দোলন কর্মসূচির জন্য  গোটা রাজ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। কিছু জেলায় দোকান-স্কুল বন্ধ ছিল।


 






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: আইকিউওও জেড৯এস ৫জি সিরিজ এবার ভারতে হাজির, কোন কোন ফোন লঞ্চ হয়েছে? দাম কত?