তুহিন অধিকারী, বাঁকুড়া: সরস্বতী পুজোর (Saraswati Puja) বিসর্জন হঠাৎই বদলে গেল বিষাদে। প্রতিমা নিরঞ্জনের সময়ে সেই ভিড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল লরি (Lorry)। নিমেষে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। 


মঙ্গলবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। বাঁকুড়ার সোনামুখী শহরের বেলতলা এলাকার ঘটনা। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে সোনামুখী শহরের পানাগড় রোডে স্থানীয় একটি সরস্বতী পুজোর বিসর্জন চলছিল। সেখানেই আচমকা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে ঘটে দুর্ঘটনা। মর্মান্তিক এই ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ জন। এছাড়া অন্তত ১৫ জন আহত বলে খবর পাওয়া গেছে। 


দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় সোনামুখী থানার পুলিশ। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে সোনামুখী হাসপাতালে। গুরুতর অবস্থায় থাকা কয়েকজনকে পাঠানো হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘাতক লরির চালক ও খালাসি আপাতত পলাতক। লরিটিকে আটক করেছে পুলিশ।


আরও পড়ুন: Jalpaiguri : টিকিট না পেয়ে তৃণমূল-ত্যাগ, দল বদলেই বিজেপির প্রার্থীপদ


অন্যদিকে গতকাল ফের রাতের শহরে বেপরোয়া গতির কারণে ঘটে দুর্ঘটনা। সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ থিয়েটার রোড ও নন্দলাল বসু রোডের ক্রসিংয়ে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি দোকানে। গাড়িতে ছিলেন দুই যুবক ও এক তরুণী। চালকের আঘাত তেমন গুরুতর না হলেও বাকি দুজনকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে।  


শেক্সপিয়র সরণি থানার পুলিশ গাড়ি চালক রোহন গুপ্তকে আটক করেছে। পুলিশ সূত্রে দাবি, গাড়ি থেকে মিলেছে মদের বোতল। মত্ত অবস্থায় গাড়ি চালানোর জন্য দুর্ঘটনা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। 


অন্যদিকে, হুগলির বলাগড় থানার সোমড়াবাজার বাসস্ট্যান্ডে আসাম লিঙ্ক রোডের উপর সোমবার বেলা ১২ টা নাগাদ উত্তর ২৪ পরগনার হালিশহর থেকে পূর্ব বর্ধমানের কালনা যাচ্ছিল গাড়ি। গাড়িতে ৫ জন যাত্রী ছিল। কালো ধোঁয়া দেখে গাড়িটি দাঁড় করিয়ে দেয় চালাক। তখনই আগুন ধরে যায় মারুতি ওয়াগন আর গাড়িটিতে। যাত্রীদের মধ্যে একজন আহত হয়েছে, বাকিরা সুরক্ষিত। ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় বলাগড় থানার পুলিশ। স্থানীয়রা বালি ও জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে বাঁশবেড়িয়া থেকে একটি দমকল গিয়ে আগুন নেভায়।