ইটানগর: প্রবল তুষারধসে আটকে পড়েছিলেন তাঁরা। তাই খারাপ চিন্তাই মাথায় আসছিল সকলের। সেই আশঙ্কাই সত্যি হল এ বার। রবিবার অরুণাচলপ্রদেশে তুষারধসে (Arunachal Pradesh Avalanche) চাপা পড়েছিলেন ভারতীয় সেনার যে সাত জন কর্মী, মঙ্গলবার তাঁদের নিথর দেহই উদ্ধার হল। এ দিন এয়ারলিফ্টের মাধ্যমে দেহগুলি উদ্ধার করে নিকটবর্তী সেনা (Indian Army) শিবিরে নিয়ে আসা হয়েছে।
এ দিন সেনার তরফে লিখিত বিবৃতি জারি করে বলা হয়, ‘টহলদারি চালানোর সময় গত ৬ ফেব্রুয়ারি কামেং সেক্টরের পার্বত্য এলাকায় তুষার ধসে আটকে পড়েন ওই সাত সেনাকর্মী। সঙ্গে সঙ্গেই উদ্ধার অভিযান শুরু করে দেওয়া হয়। বিশেষজ্ঞ দল এনে এয়ারলিফঅটিংয়ের মাধ্যমে জওয়ানদের উদ্ধারের চেষ্টা চালাই আমরা। আজ এই উদ্ধারকার্য সম্পন্ন হল। তুষারধস যেখানে আছড়ে পড়েছিল, সেখান থেকে সাত জনের দেহ উদ্ধার করা গিয়েছে। সবরকম ভাবে চেষ্টা করা হলেও, দুর্ভাগ্যজনক ভাবে সাত জনেরই মৃত্যু হয়েছে।’
তুষারধস যে এলাকায় আছড়ে পড়েছিল, ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতা ১৪ হাজার ৫০০ ফুট উঁচুতে বলে জানানো হয়েছে। বিগত কয়েক দিন ধরেই সেখানকার আবহাওয়া খারাপ। সঙ্গে ভারী তুষারপাতও হচ্ছিল। তাতেই বিপত্তি ঘটে। সেনাশিবিরে দেহগুলি ফিরিয়ে এনে পরিবারের হাতে তুলে দেওয়ার পরবর্তী প্রক্রিয়া শুরু হতে চলেছে বলে সেনার তরফে জানানো হয়েছে।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সেনাকর্মীদের মৃত্যুতে শোকপ্রকাশ করেন। টুইটারে লেখেন, 'অরুণাচলপ্রদেশে তুষারধসে সেনাকর্মীদের মৃত্য়ুর ঘটনা কতটা দুঃখের, তা বলে বোঝানো যাবে না। বীর সৈনিকরা দেশের সেবার প্রাণ দিয়েছেন। তাঁদের আত্মত্যাগ চিরকাল মনে থাকবে। তাঁদের পরিবারকে সমবেদনা জানাই।'
এ দিন ওই সাত সেনাকর্মীর মৃত্যুতে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে লেখেন, 'অরুণাচলপ্রদেশে তুষারধসে ভারতীয় সেনাকর্মীরা প্রাণ হারানোয় অত্যন্ত বেদনাগ্রস্ত আমি। দেশের প্রতি ওঁদের সেবা ভুলব না আমরা। শোকগ্রস্ত পরিবারগুলিকে সমবেদনা জানাই।'
কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী টুইটারে লেখেন, 'অরুণাচলপ্রদেশে সেনাকর্মীদের মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক। ওঁদের পরিবার এবং পরিজনদের গভীর সমবেদনা জানাই। শহিদদের সেলাম।'
অরুণাচলের যে জায়গায় তুষারধসে চাপা পড়েন ওই জওয়ানরা, নিয়তই সেখানে টহল দেয় সেনা। অরুণাচলের অন্য পার্বত্য এলাকাগুলিতেও টহল দেন জওয়ানরা। আবহাওয়া খারাপ থাকলে তা করার ক্ষেত্রে অনেক ঝুঁকি থাকে। রবিবার টহল দিতে সেনার একটি দলের সঙ্গেই বেরিয়েছিলেন মৃত সাত সেনাকর্মী। কিন্তু তুষার ধস আছড়ে পড়লে আটকে পড়েন তাঁরা। তাই আর ফেরা হল না।