পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বড়সড় ডাকাতির আগে পুলিশের হাতে পাকড়াও হল ডাকাত দলের দুই সদস্য। উদ্ধার মোটরবাইক, আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও মোবাইল। দুই দুষ্কৃতী বিহারের বাসিন্দা। গোপন সুত্রে খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ গ্রেফতার করে ওই দলটিকে। ধৃতদের শুক্রবার জেলা আদালতে তোলা হলে, ধৃত দুজনকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।।


বাঁকুড়া শহরে ডাকাতির আগে ডাকাত দল ধরা পড়ল বাঁকুড়া সদর থানার পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে মোটর বাইক সহ দুই ডাকাত দলের দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ানশটার, দুই রাউন্ড কার্তুজ, মোবাইল ফোন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এই ডাকাত দলকে গ্রেফতার করে। জানা গিয়েছে ওই দলটি বাঁকুড়া শহরের কাটজুড়িডাঙ্গা এলাকায় একটি অভিজাত সোনার দোকানে ডাকাতি করার ছক কষেছিল। তবে খবর পেয়ে আগেই ডাকাতির ছক বানচাল করে দেয় পুলিশ। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা বিহারের বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, তাদের জেরায় তারা স্বীকার করেছে ডাকাতির পরিকল্পনার কথা।


শহরে ডাকাতির আগে পুলিশের হাতে ডাকাত দলের দুই সদস্য ধরা পড়ায় কিছুটা স্বস্তি। বড়সড় ডাকাতির ঘটনা রুখে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে দলে শুধু এই দুজনই ছিল না কি আরও কেউ ছিল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ধৃতদের শুক্রবার বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় বাঁকুড়া জেলা আদালত। ধৃতদের জিজ্ঞাসাবাদ আরও তথ্য উদ্ধার করতে তৎপর বাঁকুড়া সদর থানার পুলিশ। সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশি চোখ এড়িয়ে সোনার দোকানগুলিতে কীভাবে ডাকাতির ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে বাঁকুড়া পুলিশের নজরদারিতে বাঁকুড়া শহরের সোনার দোকানে ডাকাতির ঘটনা ঠেকানো সম্ভব হয়েছে তাতে জেলা পুলিশের একটা বড় সাফল্য বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।


এরই মধ্যে বজবজে সোনার দোকানে দিনে দুপুরে বন্দুক উঁচিয়ে দুঃসাহসিক ডাকাতি হল। দুপুরে বাইকে চড়ে ৩ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী হানা দেয়। ৩ জনেই পরিচয় লুকোতে হেলমেট পরে এসেছিল। গয়না দেখার অছিলায় ভিতরে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠপাট। নগদ ৬০ হাজার টাকা ৫ ভরি গয়না নিয়ে চম্পট। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: ছাদ ভাঙার পরেই ঘটনাস্থলে কেন্দ্রীয় মন্ত্রী, কেন এমন ঘটনা? কী বললেন তিনি?