পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : অনলাইনে পরীক্ষার ফল প্রকাশের পর সাড়ে পাঁচ মাস পার। এখনও মার্কশিট হাতে পাননি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের(Bankura University) প্রথম ও তৃতীয় সিমেস্টারের পরীক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, একাধিক মার্কশিটে একই ক্রমিক নম্বর, তাই মার্কশিট দিতে দেরি হচ্ছে।


বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে মার্কশিট বিভ্রাট। একাধিক মার্কশিটে(Marksheet) একই ক্রমিক নম্বর। বন্ধ রাখা হয়েছে মার্কশিট বিতরণ। পরীক্ষা শেষ হয়েছিল ৭ জুনের মধ্যে। দ্রুত খাতা দেখে অনলাইনে ফল প্রকাশ হয়েছিল তার ২৩ দিনের মাথায়। ৩০ জুন নিজেদের ওয়েবসাইটে স্নাতক স্তরের প্রথম ও তৃতীয় সিমেস্টারের ফল প্রকাশ করে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। তারপর সাড়ে ৫ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও, এখনও মার্কশিটের হার্ডকপি হাতে পাননি পড়ুয়ারা!  


বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরুণ রুইদাস বলেন, মার্কশিটের হার্ডকপি পেলে ভাল হোত। কত পিডিএফ রাখব আর জেরক্স করাব ? মার্কশিটের মতো জিনিস। পিডিএফ তো ডিলিটও হয়ে যায়।


বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, তাদের আওতায় মোট ২৭টি কলেজ রয়েছে। প্রথম ও তৃতীয় সিমেস্টার মিলিয়ে পরীক্ষা দিয়েছিলেন প্রায় ১৮ হাজার পরীক্ষার্থী। 
কিন্তু অনলাইনে ফল প্রকাশের সাড়ে ৫ মাস পরেও কেন পরীক্ষার্থীদের হাতে মার্কশিট তুলে দিতে পারছে না কলেজগুলি ? 


বাঁকুড়া বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, কলেজে কলেজে মার্কশিটের হার্ডকপি পৌঁছনোর পর দেখা গিয়েছে, একাধিক মার্কশিটে রয়েছে একই ক্রমিক নম্বর ! তার জেরে মার্কশিট বিতরণ স্থগিত রাখা হয়েছে।  


বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুবীরকুমার রায় বলেন, দায়িত্বপ্রাপ্ত বেসরকারি ছাপাখানা সংস্থার ভুলে এমনটা হয়েছে। আগামী সোমবারের মধ্যে সংশোধিত মার্কশিট কলেজগুলিতে পাঠিয়ে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় আগেই ওয়েবসাইটে মার্কশিট আপলোড করে দেওয়ায় এই ভুলের জন্য কোনও পড়ুয়াকে সমস্যায় পড়তে হবে না।


সারদামণি মহিলা কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ গুপ্ত বলেন, মার্কশিটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আরও সচেতন হওয়া উচিত ছিল।


পরীক্ষার্থীদের দাবি, মার্কশিটের হার্ডকপি না পেলে সরকারি স্কলারশিপ পাওয়া থেকে শুরু করে নানা সমস্যায় পড়বেন তাঁরা। তাই দ্রুত মার্কশিট হাতে পাওয়ার আর্জি জানিয়েছেন পড়ুয়ারা।