অ্যাডিলেড: গোলাপি বলে দিন-রাতের টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার (The Ashes) শাসন চলছে। অ্যাডিলেডে মিচেল স্টার্কের (Mitchell Starc) গতির আগুনে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে গেল ২৩৬ রানে। ২৩৭ রানের লিড নিলেও অবশ্য জো রুটদের (Joe Root) ফলো অন করাল না অস্ট্রেলিয়া। বরং দ্বিতীয় ইনিংসে নিজেরাই ব্যাট করতে নামল। তৃতীয় দিনের শেষে অজিদের স্কোর ৪৫/১। ১৩ রানে রান আউট হয়ে ফিরেছেন ডেভিড ওয়ার্নার। ক্রিজে রয়েছেন মার্কাস হ্যারিস ও মাইকেল নাসের। অস্ট্রেলিয়া এগিয়ে ২৮২ রানে।


অস্ট্রেলিয়ার ৯ উইকেটে ৪৭৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ১৭ রান তোলে। শনিবার, ম্যাচের তৃতীয় দিনে ইংল্যান্ড অল আউট হয়ে যায় ২৩৬ রানে। ফলো অন বাঁচাতে তাদের দরকার ছিল ২৭৪ রান। যদিও সেই পর্যন্তও রুটরা পৌঁছতে পারেননি। প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে সবথেকে বেশি ৮০ রান করেন ডাভিড মালান। ক্যাপ্টেন জো রুট করেন ৬২ রান। এছাড়া বেন স্টোকস ৩৪ ও ক্রিস ওকস ২৪ রান করে মাঠ ছাড়েন। জস বাটলার কোনও রান না করে আউট হন।


অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সেরা মিচেল স্টার্ক। ৩৭ রানের বিনিময়ে ৪ উইকেট নেন তিনি। ৫৮ রানে ৩ উইকেট নেন ন্যাথন লিয়ঁ। ২৪ রানে ২টি উইকেট নেন ক্যামেরন গ্রিন।


আরও পড়ুন: প্রখর বুদ্ধি, হারলে দোষারোপ করে না, অধিনায়ক রোহিতকে নিয়ে মুগ্ধ আইপিএলের সতীর্থ


প্রথম ইনিংসের নিরিখে ২৩৭ রানে এগিয়ে থাকা সত্ত্বেও দ্বিতীয় ইনিংসে নিজেরাই ব্যাট করতে নামার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের শেষে তারা নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৪৫ রান তুলেছে। ব্যক্তিগত ১৩ রানে দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে মাঠ ছাড়েন ডেভিড ওয়ার্নার। মার্কাস হ্যারিস ২১ ও মাইকেল নেসের ২ রান করে অপরাজিত রয়েছেন। ইংল্যান্ডের থেকে এখনই ২৮২ রানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের সামনে বাকি দুদিনে ম্যাচ বাঁচানোর লড়াই।