তুহিন অধিকারী, বাঁকুড়া: অশান্তিতে বাড়ি ছেড়েছেন স্ত্রী। তাঁর খোঁজে বাঁকুড়ায় এসে পরিস্থিতি তাতিয়ে তুললেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) যুবক। স্ত্রীকে লুকিয়ে রাখার অভিযোগে চড়াও হলেন শ্যালিকার উপর। স্ত্রীর খোঁজ না পেয়ে শেষমেশ গৃহ সহায়িকা শ্যালিকার বাড়িতে তিনি আগুনও ধরিয়ে দেন বলে অভিযোগ। অভিযুক্তকে আটক করেছে বিষ্ণুপুর (Bishnupur) পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিন যদিও শ্যালিকার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেছেন।


অভিযুক্তকে উত্তরপ্রদেশের বাসিন্দা পাপ্পু সিংহ বলে শনাক্ত করা গিয়েছে। বছর দশেক আগে বিষ্ণুপুরের মেয়ে কাজল মণ্ডলের সঙ্গে বিবাহ হয় তাঁর। কাজলের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই কাজলের উপর অত্যাচার চালাতেন পাপ্পু। সেই অত্যাচার সহ্য করতে না পেরেই সম্প্রতি উত্তরপ্রদেশে পাপ্পুর বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন কাজল।


কাজল বিষ্ণুপুরেই ফিরে এসেছেন সন্দেহে এর পরই সেখানে হাজির হন পাপ্পু। বিষ্ণুপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের দরবার এলাকায় শ্যালিকা পূজা মণ্ডলের বাড়িতে এসে উপস্থিত হন তিনি। বোন তাঁর কাছে নেই বলে পাপ্পুকে বোঝানোর চেষ্টা করেন পূজা। কিন্তু নাছোড়বান্দা পাপ্পু তা মানতে চাননি। বরং পূজার বাড়ির বাইরে তিনি হত্যে দিয়ে পড়ে থাকেন।


আরও পড়ুন: Howrah Bill: রাজ্য-রাজ্যপাল, কাকে বিশ্বাস করব! বালি-হাওড়া টানাপড়েনে মন্তব্য অধীরের


পূজার অভিযোগ, শনিবার সকালে তিনি অন্যের বাড়িতে গৃহ সহায়িকার কাজে যান। সেই সময় তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেন পাপ্পু। দাউদাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে আসেন। খবর দেওয়া হয় দমকলেও। বেশ খানিক ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল। কিন্তু তত ক্ষণে পূজার বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে।


বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ পূজার পাশে দাঁড়িয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বতো ভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। অন্য দিকে জামাইবাবুর কঠোর শাস্তির দাবি তুলেছেন পূজা। অভিযুক্ত পাপ্পুকে আটক করেছে পুলিশ। তাঁকে জেরা করা হচ্ছে। কিন্তু পাপ্পু শ্যালিকার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেছেন বলে জানা গিয়েছে।