পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: রাজ্যজুড়ে বৃষ্টির (Rain) দাপট চলছে। তার মধ্যেই দেওয়ার ভেঙে পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। ফের বাঁকুড়ায় (Bankura ফের দেওয়াল ধসে মৃত্যু হল এক বৃদ্ধার। গতকাল বাঁকুড়ার বাঁকাদহ এলাকায় দেওয়াল ধসে তিন শিশুর মৃত্যু হয়। গতকাল রাতেও ছাতনায় দেওয়াল ধসে মৃত্যু হয় এক বৃদ্ধার। মৃতার নাম পূরবী হাঁসদা। বাড়ি ছাতনা ব্লকের দক্ষিণ হাঁসাপাহাড়ি গ্রামে। স্থানীয় ঘোষেরগ্রাম পঞ্চায়েতের দাবি, আবাস যোজনার তালিকায় নাম থাকা সত্বেও বাড়ি না পাওয়াতেই এই দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে নিজের মাটির বাড়িতে ঘুমোচ্ছিলেন পূরবী হাঁসদা। আচমকাই মাটির কাঁচা বাড়ির দেওয়ালের একাংশ তাঁর গায়ের উপর ধসে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।


ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন বিজেপি বিধায়ক। আবাস যোজনার তালিকায় নাম থাকলেও বাড়ি না পাওয়াতেই দুর্ঘটনা, দাবি তৃণমূলের পঞ্চায়েত প্রধানের। বৃষ্টির মধ্যে কাঁচা বাড়ি ভাঙার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আবাস যোজনার বকেয়া কেন্দ্র আটকে রেখেছে বলে অভিযোগ করেছে তৃণমূল। পাল্টা তৃণমূলের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ করে বিজেপির দাবি, ঠিকমতো হিসেব না দেওয়ার এবং দুর্নীতির কারণেই মুখ থুবড়ে পড়েছে আবাস যোজনা প্রকল্প।


ছাতনার হাঁসপাহাড়ি গ্রামে মোট ৫৪টি মাটির বাড়ি। ১২টি বাড়ির সদস্যদের নাম আবাস-তালিকায় থাকলেও, টাকা মেলেনি বলে অভিযোগ। ঘোষের গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের দাবি, আবাস-তালিকায় এই পরিবারের নাম থাকলেও কেন্দ্র আবাস যোজনার টাকা না দেওয়ায় ঘর করা সম্ভব হয়নি। এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে আবাস যোজনার টাকা আটকে রাখার অভিযোগে ছাতনায় বিক্ষোভের মুখে পড়েন বিজেপি বিধায়ক। আবাস-তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন টাকা মেলেনি, বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের কাছে জানতে চান মৃতের আত্মীয় ও গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের দাবি, এলাকায় বিজেপি বিধায়কের দেখাও মেলে না।


বীরভূমেও এক ঘটনা:
বাঁকুড়ার পর এবার বীরভূমেও দেওয়াল চাপা পড়ে মৃত্যু। বীরভূমের লাভপুরের ডাঙ্গাল গ্রামে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু বৃদ্ধের। মৃত বৃদ্ধের নাম তমালকৃষ্ণ মণ্ডল। ময়নাতদন্তের জন্য মৃতদেহ বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।


পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা শহরেও প্রবল বৃষ্টিতে ভেঙে পড়েছে পরিত্যক্ত মাটির ঘরের দেওয়াল। এক নাবালক-সহ আহত হয়েছেন ৩ জন। নাবালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আরও পড়ুন: কেন এই মহাদেশকে 'পৃথিবীর রেফ্রিজারেটর' বলা হয়?