কলকাতা: মেদিনীপুরে স্যালাইনকাণ্ডে মুচলেকাকাণ্ডে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য। ঠিক এহেন সময়েই স্যালাইনকাণ্ডে সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট বক্তব্য রাখলেন মুখ্যসচিব। বলেছেন, 'প্রসূতির মৃত্যুতে কাউকে ছাড় নয়।'

এদিন মুখ্যসচিব বলেন, 'প্রসূতির মৃত্যুতে যাদের গাফিলতি, তাদের কাউকে ছাড়া হবে না।রিপোর্ট নেগেটিভ থাকলে সেই ওষুধ ব্যবহার করা যাবে না। কোথায় কেউ এরকম মুচলেকা লিখিয়ে নিলে, তার বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে।' মেদিনীপুর মেডিক্যালে 'বিষাক্ত' RL স্যালাইনে প্রসূতির মৃত্যু, তদন্তে CID। 'স্যালাইনেই সমস্যা, নাকি অস্ত্রোপচারেও বিপত্তি? সব খতিয়ে দেখা হচ্ছে। মেদিনীপুর মেডিক্যালকাণ্ডে রিপোর্ট পেলেই পদক্ষেপ, আশ্বাস মুখ্যসচিবের। স্বাস্থ্য দফতরের সঙ্গে মেদিনীপুর মেডিক্যালকাণ্ডে তদন্ত করবে CID-ও।

বিষাক্ত স্যালাইনের সঙ্গে অক্সিটোসিন-বিপত্তিতেই প্রসূতির মৃত্যু? সূত্র মারফতর খবর, মেদিনীপুর মেডিক্যালে স্যালাইন-কাণ্ডে প্রাথমিক রিপোর্ট তদন্ত কমিটির,  'RL স্যালাইনে সমস্যা, প্রোটোকল মেনে দেওয়া হয়নি অক্সিটোসিনও। প্রোটোকল ভেঙে অত্যন্ত দ্রুত অক্সিটোসিন দেওয়া হয়েছিল। ওই রাতে ৭ প্রসূতির ডেলিভারি, ৪জন অসুস্থ, একজনের মৃত্যু। বাকি ২ প্রসূতিকে বাইরে থেকে RL স্যালাইন কিনে আনতে বলা হয়। বাইরে থেকে আনা RL স্যালাইন ব্যবহার, ভাল আছেন ২ প্রসূতি', বলে জানা গিয়েছে।

গত ৭ তারিখ স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তি বলছে, এই RL-কে এক্ষুনি বন্ধ করতে হবে এবং লোকাল পারচেজ করে RL সরবরাহ করতে হবে। কিন্তু, তা সত্ত্বেও এই মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পরেও এই যে হাসপাতাল, স্বাস্থ্য দফতরের যে ঘুম ভাঙেনি প্রমাণ সেটা আজকেও রোগীদের, প্রসূতি মা যাদের সিজার হচ্ছে সেই মায়েদের সেই RL ব্য়ানড হয়ে যাওয়া পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়ালের RL ব্যবহার হচ্ছে।  একই ছবি কলকাতা লাগোয়া দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার মেডিক্য়াল কলেজ থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্য়াল কলেজ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ। অভিযোগ শনিবারও এভাবেই রোগীদের দেওয়া হয়েছে 'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়াল্সের 'রিঙ্গার ল্যাকটেট স্যালাইন'। ডায়মন্ড হারবার মেডিক্য়াল কলেজ MSVP তন্ময় পাঁজা বলেন, স্বাস্থ্যভবন থেকে পশ্চিমবঙ্গ ফার্মাসিটিক্যালের সব ফ্লুইড বন্ধ রাখার নির্দেশ এসেছে সপ্তাহখানেক আগে। আজও নির্দেশ এসেছে। হাসপাতালের সব ওয়ার্ডে নির্দেশ বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।  

আরও পড়ুন, স্বামীকে কাঁধে করে সিটি স্ক্যান করাতে গেলেন স্ত্রী ! মর্মান্তিক ঘটনা রায়গঞ্জ মেডিক্যাল কলেজে

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)