মনোজ বন্দ্যোপাধ্যায়, পশিম বর্ধমান: বাংলায় কালীপুজোর ইতিহাস বহু প্রাচীন। এক এক এলাকায় কালী-মাহাত্ম্য এক এক রকমের। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় কালীপুজো বা শ্যামাপুজো। আঠারো শতকে প্রকাশিত ‘কালী সপর্যাসবিধি’তে দীপান্বিতা অমাবস্যায় কালীপুজোর বিধান প্রথম পাওয়া যায়। এই পুজোকে কোথাও দীপান্বিতা কালীপুজোও বলা হয়। কোথাও আবার মহানিশা নামেও এই কালীপুজোর রাত পরিচিত। দুর্গাপুরের অন্ডালের ধান্ডাডিহিতে প্রায় আড়াইশো বছর ধরে এখনও জাঁকজমক করে আড়ম্বরের সঙ্গে পূজিতা হন মা কালী।
ব্রিটিশ আমলে বর্গী হামলা থেকে বাঁচতে শুরু হয়েছিল মায়ের আরাধনা, শতাধিক বছর ধরে পুজোর সময় শিকল দিয়ে বাঁধা থাকে মায়ের মূর্তি এমনটাই হয়ে আসছে দীর্ঘদিন ধরে। স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিটিশ আমলে বর্গী হামলা আটকাতে এই ধান্দাডিহি গ্রাম থেকে উঠে এসে কয়েকজন বসতি গড়ে তোলে পার্শ্ববর্তী একটি জায়গায়। পরে সেখানে আস্তে আস্তে অধিকাংশ মানুষজনই চলে আসে এবং সেখানে মা কালীর আরাধনা শুরু হয়।
তালপাতার ছাউনি দিয়ে প্রথমে গড়া হয়েছিল মণ্ডপ। পরে ধীরে ধীরে পাকা মন্দির তৈরি হয়। ২১ কেজি চাল ও ২১ রকম সবজি দিয়ে হয় মায়ের ভোগ সেই প্রথা চলে আসছে শতাধিক বছর ধরে।
এই মা কালীর একটি বিশেষত্ব হচ্ছে শিকল দিয়ে বেঁধে রাখা হয় মায়ের মূর্তি, যাতে মন্দির থেকে বেরিয়ে না যায় মা, এই বিশ্বাসে। এমনটাই হয়ে আসছে কয়েকশো বছর ধরে বলে জানালেন যে পরিবার এই পুজো শুরু করেছিল সেই ভট্টাচার্য পরিবারের তপন ভট্টাচার্য ও মৃত্যুঞ্জয় ভট্টাচার্যরা। আগে বর্ধমানের রাজার লোকজন আসতেন এই পুজো দেখভাল করার জন্য। এখন অবশ্য খরচের বহর বেড়ে যাওয়ায় ভট্টাচার্য পরিবার থেকে পুজোর দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে পুরো গ্রামের ষোলআনা কমিটিকে। এখন পুরো গ্রামই পরিচালনা করে এই পুজোর।
এবছর অমাবস্যা তিথি কখন?
৩১ অক্টোবর হবে কালীপুজো। পঞ্জিকা মতে, দুপুর ৩ টে ০৭ মিনিট ৪২ সেকেন্ডে পড়ছে অমাবস্যা। আর অমাবস্যার এই তিথি শেষ হবে ১ নভেম্বর সন্ধ্যা ৫ টা ০৮ মিনিট ০৭ সেকেন্ডে। ভিন্নমতে, ৩১ অক্টোবর দুপুর ৩ টে ৫২ মিনিটে পড়বে অমাবস্যা। পরের দিন ১ অক্টোবর দুপুর ১২ টা ৪৮ মিনিটে তিথি শেষ হবে। কালীপুজোর শুভ মুহূর্ত ৩১ অক্টোবর রাত ১১ টা ৪৮ মিনিটে পড়বে, পরদিন ১ নভেম্বর দুপুর ১২ টা ৪৮ মিনিট পর্যন্ত থাকবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে