কৃষ্ণেন্দু অধিকারী ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: বারবার, লাগাতার। ক্রমেই বেড়ে চলেছে তৃণমূলের দুই হেভিওয়েট নেতার তরজা। সুদীপের কটাক্ষের পাল্টা জবাব তাপসের। আবার সেদিনই তাপসকে ফের আক্রমণ সুদীপের।
শুক্রবার তাপস রায়ের আক্রমণের জবাবে ফের মুখ খুললেন সুদীপ বন্দ্য়োপ্যাধায়। তিনি বলেন, 'নামের পিছনে ম্যান থাকলেই মানুষ নয়, ডোবারম্যান তো কুকুরই'।
লাগাতার আক্রমণ:
দলেরই সাংসদ, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গত তিনদিন ধরে লাগাতার আক্রমণ শানিয়ে চলেছেন তৃণমূল বিধায়ক তাপস রায়। বউবাজারের যে এলাকায় ফাটল ধরা পড়েছে সেখানকার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর বউবাজার এলাকারই বাসিন্দা তাপস রায়। দুজনের মধ্যের দ্বন্দ্ব নিয়ে এখন রাজ্য রাজনীতি সরগরম। এর আগে তাপস রায়ের আক্রমণের প্রসঙ্গে লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'হাতি চলে বাজার...'। পরে সেই নিয়ে প্রশ্ন করলে তিনি ফের বলেন, 'হ্যাঁ, হাতি চলে বাজারটা আমি কালকেও বলেছিলাম। সেটা ইতিমধ্যে ইউটিউবে এসেও গেছে। এই যে হাতি চলছে... এসবে আমার মাথা ঘামানোর সময় নেই। হাতি চলছে।' গতকাল তিনি এটাও বলেছিলেন, 'যাঁর তাঁর কথার যে কোনও প্রতিক্রিয়া আমি দিই না। মমতা ব্যানার্জি আমাকে কিছু জানতে চাইলে, কিছু বলার নির্দেশ দিলে, আমি টিভিতে বলি। অন্য কোনও ব্যাপারকে আমি অত ধর্তব্যের মধ্যে ধরি না। '
তাপসের তোপ:
এর মধ্যেই শুক্রবার ঝাঁঝালো আক্রমণ করেন তাপস রায়। তিনি বলেন, 'আমরা দলের ডোবারম্যান, গ্রে হাউন্ড, সাদা হাতি নই ! ' সেই সঙ্গে সুদীপকে কটাক্ষ করে তিনি বলেন, 'আমি দুর্নীতিগ্রস্ত নই, হেফাজতে থাকা লোক নই।' তাপসের দাবি, 'আমিও ৫ বারের বিধায়ক, আমার কোনও কালো দাগ নেই।' সুদীপের বিরুদ্ধে নজিরবিহীন অভিযোগও আনেন তাপস। সরাসরি বললেন 'আমরা নরেন্দ্র মোদি, অমিত শাহ, ওম বিড়লাদের ভজনা করি না।' সেই সঙ্গে মোদির সঙ্গে উপহার চালাচালি নিয়ে করলেন অভিযোগ। তাপসের বিদ্রুপ, 'নরেন্দ্র মোদির কোট সুন্দর বলার জন্য কি সুদীপকে পাঠানো হয়েছে? মোদির উপহার দেওয়া কোটের কাপড় পরে পরের বৈঠকে গেলেন। মোদির জন্য আবার দুটি কোটের কাপড় উপহার নিয়ে গেলেন।' সেই সঙ্গে তাপস রায়ের প্রশ্ন, আড়াই বছর ধরে পার্লামেন্টের ভেতরে বাইরে সুদীপ বিজেপির বিরুদ্ধে চুপ কেন? তিনি বলেন, ' যেখানে বিজেপি হাত ধুয়ে লেগে পড়েছে, ইডি-সিবিআই ব্যবহার করছে,একটা কথা বলতে দেখেছেন? সেই সময় যদি মোদি ভজনা হয়, কোট দেওয়া নেওয়া হয়, আমরা মেনে নিতে পারব না। রুজিরাকে হেনস্থার বিরুদ্ধে কোনও প্রতিবাদ করেছেন?'
পাল্টা আক্রমণ সুদীপের:
শুক্রবারই পাল্টা আক্রমণ করেন সুদীপ। তিনি বলেন, 'ডোবারম্যানের শেষে ম্যান আছে বলে তো সেটা মানুষ হয়ে যায় না। ডোবারম্যান কুকুরই থাকে।' এদিনই মুখ খুলেছেন সুদীপ-পত্নী নয়না বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, 'দুর্বলরা বড়দের আক্রমণ করে।'
যতদিন যাচ্ছে, ততই বাড়ছে ফাটল। দূরত্ব কমবে? নাকি আরও বাড়বে সমস্যা? বলবে সময়।