কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: প্রাথমিক টেটে (Primary TET) বসার অনলাইনে আবেদন শুরু হল আজ থেকে। ১১ ডিসেম্বর রাজ্যে পরবর্তী প্রাথমিকে টেটের দিনক্ষণ আগেই ঘোষণা করেছিল সরকার। এদিন তার জন্য অনলাইনে আবেদন শুরু হল। আজ, শুক্রবার বিকেল চারটে থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। ৩ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।  www.wbbpe.com এবং https://wbbprimaryeducation.org -- এই দুটি ওয়েবসাইটে।


প্রাথমিক টেটে বসার অনলাইন আবেদন শুরু: নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যে তোলপাড় চলছে। এক সময় রাজ্যের শিক্ষাব্যবস্থা এবং শিক্ষাক্ষেত্রে নিয়োগের ক্ষমতা যাঁদের হাতে ছিল, তাঁদের প্রায় সকলেই এখন হাজতে। তালিকায় যেমন প্রাক্তন শিক্ষামন্ত্রী রয়েছেন, তেমনই রয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিরা। জেলে রয়েছেন SSC’র প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন উপদেষ্টা, প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান—সকলেই। এ নিয়ে শাসকদলের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়িয়ে চলেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রে, নিয়োগ সংক্রান্ত ঘোষণায় খানিকটা স্বস্তি চাকরিপ্রার্থীদের। ২০২২-এর প্রাথমিক TET-এ বসার জন্য অনলাইনে আবেদন শুরু হল।


একইদিনে পরীক্ষা ও ইন্টারভিউয়ের জোড়া বিজ্ঞপ্তি প্রকাশ। ৮ বছর পরে শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের (Upper Primary) নিয়োগ প্রক্রিয়া। ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ। উচ্চ প্রাথমিকে আজ থেকেই চাকরিপ্রার্থীদের কল লেটার। এসএসসি-র (School Service Commission) তরফে জানানো হয়েছে, ইন্টারভিউয়ে ডাকা হচ্ছে ১ হাজার ৫৮৫জনকে। এসএসসি-র চেয়ারম্যান জানিয়েছেন, যাঁরা উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাননি বলে আদালতে অভিযোগ জানিয়েছিলেন, এমন ১৫৮৫ জনকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হচ্ছে। আজ থেকেই কল লেটার পাবেন তাঁরা। আজ বিকেলের পরই তাঁরা জানতে পারবেন, কবে কোথায় কখন ইন্টারভিউ হবে। ২১ অক্টোবর থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত এই ইন্টারভিউ হবে বলে এসএসসি সূত্রে খবর। দীর্ঘদিন ধরে আন্দোলনে চাকরিপ্রার্থীরা। এমনকী একটা মেধাতালিকা তৈরি হয়েও সেটা বাতিল হয়েছে। অন্যান্য ক্ষেত্রে নিয়োগ গতি পেলেও এখনও পর্যন্ত উচ্চ প্রাথমিকে কোনও নিয়োগ হয়নি। এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, "আদালতে হলফনামা দিয়ে জানিয়েছি, ১৫৮৫ প্রার্থীকে ইন্টারভিউয়ের বসার সুযোগ দিচ্ছি। তাঁদের তালিকাও আদালতে পেশ করেছি। সেই পরিপ্রেক্ষিতে আজকের নোটিস। সেই নোটিসেই ইন্টারভিউয়ের দিনক্ষণ জানা যাবে। পাশাপাশি কল লেটার ডাউনলোড করা যাবে। প্রার্থীরা ন্যূনতম ৭দিন সময় পাবেন। তাই ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ইন্টারভিউ।''


আরও পড়ুন: Bowbazar Metro: ফের ফাটল-আতঙ্ক বউবাজারে, ঘটনাস্থলে সজল-সেলিমরা


Education Loan Information:

Calculate Education Loan EMI