কলকাতা: কংগ্রেসে থেকে কাজ করতে পারছিলেন না বলেই তৃণমূলে। দলবদল নিয়ে ফের একবার সাফাই দিলেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস (Bayron Biswas Update)। তবে এ নিয়ে তাঁকে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। আর তৃণমূলে যোগ দেওয়ার পরই আটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করা হল সাগরদিঘির বিধায়কের।


ফের একবার সাফাই বায়রনের: বায়রন কি শেষপর্যন্ত বিশ্বাস ভাঙলেন? নাকি, এলাকার উন্নয়নের স্বার্থেই বায়রনের এই বদল? পঞ্চায়েত ভোটের মুখে, বাম-কংগ্রেসের সাগরদিঘি মডেলকে ধাক্কা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে সোমবার তৃণমূলের পতাকা তুলে নিয়েছিলেন। সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে এবং বামেদের সমর্থনে জেতা বায়রন বিশ্বাস। তারপর প্রায় তিনদিন কেটে গেলেও বিতর্ক অব্যাহত। বুধবার ফের একাধিক ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। 


তৃণমূল নেতা ও সাগরদিঘির বিধায়ক বলেন, “আমি যে পার্টি চেঞ্জ করলাম, TMC জয়েন করলাম, এর একমাত্র কারণ হচ্ছে যে, আমি কংগ্রেসে থেকে কোনও কাজই করতে পারছিলাম না। জনগণ কাজ ছাড়া কিছু বোঝে না। কাজ যখন পাবে, তখন নিজেরাই ভুলে যাবে সবকিছু। তখন সমর্থন করবেন। এখন হয়ত একটু বিক্ষোভ দেখাচ্ছে। কিন্তু আগামীতে ওনারাই আবার সাপোর্ট করবে।’’ এপ্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “যাইহোক সত্যি কথাটা বলেছে যে, বিরোধী দলের বিধায়করা এ রাজ্যে কাজ করতে পারে না। এটুকু অন্তত স্বীকার করেছে।’’ কংগ্রেসের টিকিটে জয়ের পর, নিজের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে আদালতে পর্যন্ত গিয়েছিলেন বায়রন। তৃণমূলে যোগ দেওয়ার পরই, তাঁর বাড়ি কার্যত নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলেছে পুলিশ। বায়রন বলেন, “ভাল লাগছে। আমাকে সেফ গার্ড দিয়েছে। কংগ্রেস থেকে তো নিরাপত্তা দিতে পারেনি। যদি আমার নিজের নিরাপত্তা না থাকে, জনগণের কথা কী ভাবব।’’

বায়রন বিশ্বাসের তৃণমূলে যোগ দেওয়ার পর মঙ্গলবার এ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বারাসাতের তৃণমূল বিধায়ক ও অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী।  তিনি বলেন, “আমি এসব পছন্দ করি না। একজনের ভোটে জিতলাম, তাহলে অন্য দলে কি করে চলে যাবে? তা এটা উচিত নয়। তাহলে তো ঠকানো হবে! যাকে সিম্বল দেখে ভোট দিয়েছে মানুষ, তাহলে সিম্বলটারই মূল্য থাকছে না।’’ এই প্রেক্ষিতে বায়রন বলেন,  “উনি হয়ত জানেন না কতগুলি এমএলএ এমপি গেছে, কংগ্রেস থেকে গেছে। আমি প্রথম নয়। আমি তো একটাই বিধায়ক ছিলাম জোটপ্রার্থীর। তাই এখানে তো পদত্যাগের কোনও প্রশ্নই আসছে না।’’ রাজনৈতিক এই তরজার মধ্যে সাগরদিঘির বিভিন্ন জায়গায় বায়রন বিশ্বাসের পদত্যাগ চেয়ে অব্যাহত রয়েছে বিক্ষোভ।

আরও পড়ুন: Hair Oil: গরমের মরসুমে কোন কোন তেল দিয়ে চুলে ম্যাসাজ করতে পারবেন? কী কী সমস্যা দূর হবে?