রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: হাসপাতাল ও বিডিও অফিসের সামনেই সরকারি জমি (Government Land)। অভিযোগ, সেই সরকারি জমিতেই দলীয় দফতর রয়েছে শাসকদল তৃণমূলের (TMC Party Office)। এবার সেই দফতর সরাতে তৃণমূল নেতাদের চিঠি দিলেন ভগবানগোলা ২ নম্বর ব্লকের বিডিও। 


কী জানা গেল? 
হাসপাতাল চত্বর থেকে আগেই পার্টি অফিস সরানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের ১৭ নভেম্বর মধ্যমগ্রামের সরকারি সভা থেকে ওই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। 
রয়েছে ২০২১ সালের ১৮ নভেম্বর ইস্যু হওয়া স্বাস্থ্য দফতরের সরকারি নির্দেশও। তার পরেও বহাল তবিয়েতে রয়ে গিয়েছে নশীপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বাইরে খড়িবোনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের অফিস। এবার এই অফিস সরাতেই তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি শাওনি সিংহ রায়কে চিঠি দিলেন ভগবানগোলা ২ ব্লকের বিডিও মহম্মদ ওয়ারশিদ খান। সঙ্গে পাঠানো হল পার্টি অফিসের ছবি। চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে স্থানীয় বিধায়ক, ব্লক তৃণমূল নেতৃত্ব ও যাঁদের ওই অফিস, সেই খোড়িবোনা অঞ্চল তৃণমূলের সভাপতিকেও। মুখ্যমন্ত্রীর নির্দেশ, সরকারি আদেশনামার পরেও সরকারি জমিতে কেন শাসক দলের পার্টি অফিস ? ঘটনা সামনে আসায় অস্বস্তিতে তৃণমূল নেতারাও। যদিও জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী শাওনি সিংহ রায় স্বীকার করে নিয়েছেন, ওই পার্টি অফিস দীর্ঘদিন রয়েছে। হঠাৎ কেন তা ভাঙতে বলছে প্রশাসন? সেটা খোঁজ নিয়ে দেখবেন তিনি।

অতীতেও শিরোনামে...
এর আগে, গত মে মাসে,সল্টলেকের এ-ই ব্লকে সরকারি জমিতে তৃণমূলের পার্টি অফিস চলছে বলে অভিযোগ ওঠে। পুর ও নগরোন্নয়ন দফতরের জমিতে তৃণমূলের অস্থায়ী পার্টি অফিস তৈরির অভিযোগ ঘিরে হইচই তৈরি হয় সে বার। পার্টি অফিস নয়, অস্থায়ী ঘরে দলীয় কাজে ব্যবহৃত জিনিস রাখা হয়, বলে দাবি স্থানীয় তৃণমূল কর্মীদের। 'প্রশাসনের সাহায্য়ে জমি দখল করে পার্টি অফিস, এ রাজ্যে এটাই স্বাভাবিক’, কটাক্ষ করেছিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের। জমি দখল করে অফিস তৈরি, দল সমর্থন করে না, মন্তব্য করেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী। সল্টলেকের AE ব্লকের এই জমি পুর ও নগরোন্নয়ন দফতরের। অভিযোগ, এখানেই অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে তৃণমূলের পার্টি অফিস। যা নিয়ে দানা বাধে বিতর্ক! এই জমির পাশেই রয়েছে গ্রিন ভার্জ। তৃণমূল সূত্রে খবর, আগে সেখানে তাদের পার্টি অফিস ছিল। উন্নয়নমূলক কাজের জন্য, সরকারের তরফে সেটিকে সরাতে বলা হয়। দীর্ঘ ৬ মাস পর সম্প্রতি পার্টি অফিসটিকে সরিয়ে, পাশের এই সরকারি জমিতে তৈরি করা হয়েছিল।


আরও পড়ুন:এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৃত পড়ুয়ার মা-বাবা, পৌঁছলেন নবান্নে