ভাস্কর মুখোপাধ্যায়, সন্দীপ সরকার, ও মনোজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা : অনুব্রত-হীন বীরভূমে, নবজোয়ার যাত্রায় ব্যস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee ) । তখন পঞ্চায়েত ভোটের ( Panchayat Vote ) আগে সেই মাটিতেই, এক মঞ্চে দাঁড়িয়ে, চাকরি চুরি, গরু পাচার, কয়লা পাচারের মতো ইস্যুতে বিজেপি-তৃণমূলকে একবন্ধনীতে ফেলে আক্রমণ শানাল সিপিএম (CPM )ও কংগ্রেস ( Congress ) !
ফের সমঝোতায় শান
২০১৬ র বিধানসভা নির্বাচনে হাত ধরাধরি করে তৃণমূলের বিরুদ্ধে ভোটে লড়েছিল বাম ও কংগ্রেস। কিন্তু পুরোপুরি মুখ থুবড়ে পড়ে সেই প্রচেষ্টা। সামনে পঞ্চায়েত নির্বাচন। তার আগে, ফের সমঝোতায় শান দিল সিপিএম ও কংগ্রেস।
একমঞ্চে হাত-হাতুড়ি-কাস্তে নিশানায় দুই ফুল! উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এবং বীরভূম - সংখ্যালঘু অধ্যুষিত এই সমস্ত জেলায় একসময় মূল লড়াই ছিল বামেদের সঙ্গে কংগ্রেসের। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেখানে এখন তৃণমূলের আধিপত্য বেড়েছে। প্রধান বিরোধী পরিসর চলে গিয়েছে বিজেপির দখলে। এই প্রেক্ষাপটে সাগরদিঘি উপনির্বাচনে জয়ের পরে, সেই মডেলেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এগোচ্ছে বাম-কংগ্রেস। আর পঞ্চায়েত ভোটের আগে বীরভূমের সংখ্য়ালঘু অধ্য়ুষিত এলাকায় যৌথ সভা করে প্রদেশ কংগ্রেস সভাপতি ও সিপিএমের রাজ্য সম্পাদক, অস্ত্র হিসাবে বেছে নিলেন সেই দুর্নীতির অভিযোগকেই!
এক সুরে আক্রমণ সেলিম অধীরের
সিপিএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বললেন, ' একদিকে মোদির লুঠ চলছে, একদিকে দিদির লুঠ। ... ১০০ দিনে ২৭ দিনেরও কাজ হচ্ছে না পুলিশ এখানে চোরেদের পাহারা দিচ্ছে। আর শুভেন্দু চুরি করে পাঁচিল টপকে বিজেপিতে গেছে। ওকে অমিত শাহের পুলিশ পাহারা দিচ্ছে'
আরেকদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলছেন, 'মোদি-দিদি এক। কর্ণাটকে বিজেপির বিরুদ্ধে ভোট দিতে বলল না। দিদির এখন ধ্য়ানজ্ঞান শুধুই খোকাবাবু...তার রান্না পুলিশ এসব দেখে। এই প্রোগ্রামের খরচ ৩০০ কোটি টাকা'
অভিষেকের জবাব
আর এই যৌথ মিটিংকে কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, ' সাইবাড়ি, ধানতলা, বানতলার গণহত্যাকারী মিলেমিশে একাকার' । তিনি আরও বলেন, আজ কংগ্রেস আর সিপিএম এক। এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নব্বইয়ের দশকে বলত। আজকে তো এটা প্রতিষ্ঠিত, প্রমাণিত।
গ্রামবাংলার নির্বাচনের আগে তৃণমূল, বিজেপির বিরুদ্ধে সিপিএম-কংগ্রেস যে দুর্নীতির অভিযোগকেই হাতিয়ার করতে চলেছে, তা নিয়ে আপাতত সংশয় নেই।
আরও পড়ুন :