কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। ওই মামলায় ইডির হাতে গ্রেফতারও হয়েছেন তিনি এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। যদিও এই প্রথম নয়, এর আগেও বিতর্কে নাম জড়িয়েছিল রাজ্যের প্রাক্তন এই মন্ত্রীর। এর আগে চিটফান্ডকাণ্ডে নাম জড়িয়েছে পার্থর। সেই নিয়ে এর আগেও কুণাল ঘোষের তোপের সামনে পড়েছিলেন পার্থ। আদালতে দাঁড়িয়ে চিটফান্ডকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে নিশানা করেছিলেন কুণাল। 


চিটফান্ডকাণ্ডেও জড়িয়েছিল নাম:
নিয়োগ-দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ২টি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা ও গয়না। তারপর থেকেই উত্তাল রাজ্য-রাজনীতি। এর আগে চিটফান্ডকাণ্ডে নাম জড়িয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের। আইকোরের একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল তৎকালীন শিল্পমন্ত্রী এবং প্রাক্তন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁর বক্তব্যে আইকোরের প্রশংসা শোনা গিয়েছিল।


কুণালের নিশানা:
চিটফান্ড নিয়েই আদালতে দাঁড়িয়ে ২০১৪ সালে কুণাল ঘোষ নিশানা করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে। সেই সময়ে, ২০১২ সালের একটি দুর্গাপুজোর কার্ড বিচারকের দিকে বাড়িয়ে কুণাল বলেছিলেন, 'কার্ডটি দেখুন। কার্ডে সারিবদ্ধভাবে চিটফান্ড সংস্থার নাম রয়েছে। পুজোর কর্পোরেট পার্টনার হিসেবে তাদের দেখানো হয়েছে। পুজো কমিটির প্রধান পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই আমাকে প্রভাবশালী বলে জেলবন্দি করে রাখতে চাইছে। অথচ, বাইরে প্রভাবশালীরা রয়েছেন। প্রভাব খাটাচ্ছেন। এসব সিবিআই দেখুক।' এই বছরেই ১১ এপ্রিলে একটি মামলার শুনানি চলাকালীন ফের কুণালের নিশানায় আসেন পার্থ। প্রেসিডেন্সি জেলে আত্মহত্যার চেষ্টার মামলার শুনানি চলাকালীন তিনি বলেছিলেন, 'আইকোর মামলায় যাঁকে মঞ্চে উঠে বক্তৃতা করতে দেখা গিয়েছে, যিনি আইকোর মডেলকে তুলে ধরেছিলেন, বাইরে থেকে তিনি আমাকে তখন পাগল বলেছিলেন। তিনি মন্ত্রী। দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। ঘাড় ধরে জেলে ঢোকানো দরকার। যাঁরা ষড়যন্ত্রী, তাঁরা দিব্যি ঘুরে বেড়াচ্ছেন।' সল্টলেকের এমপি-এমএলএ কোর্টেও নাম না করে পার্থ চট্টোপাধ্যায়কে আক্রমণ করেন কুণাল ঘোষ। 


আইকোর মামলায়, গতবছর শিল্পসদনে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল সেই মামলার তদন্তকারী সংস্থা সিবিআই। এবার নিয়োগ-দুর্নীতির মামলায়, সেই পার্থ চট্টোপাধ্যায়কেই গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।


আরও পড়ুন: কয়লাকাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম নেই প্রভাবশালীর, আঁতাঁতের অভিযোগ বাম-কংগ্রেসের