মুন্না আগরওয়াল এবং করুণাময় সিংহ, বালুরঘাট, মালদা: মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) আসার আগেই বালুরঘাট (Balurghat) শহরে উত্তেজনা। ছেঁড়া হল মিঠুন ও সুকান্ত মজুমদারের ছবি দেওয়া ফ্লেক্স। এদিন বালুরঘাটে দুর্গাপুজোর উদ্বোধন করবেন মিঠুন চক্রবর্তী। অনুষ্ঠান বানচাল করতেই তৃণমূল এ ধরনের ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ বিজেপির। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এর আগে মিঠুন চক্রবর্তীকে সার্কিট হাউসে থাকতে না দেওয়া ও তাঁর ছবি দেওয়া ফ্লেক্স টাঙাতে না দেওয়ার অভিযোগ ওঠে। নাম জড়ায় তৃণমূলের। যদিও অভিযোগ অস্বীকার করে শাসকদল।
মিঠুন-তরজা
প্রসঙ্গত, মহালয়ার দিন বালুরঘাটের নিউটাউন ক্লাবের পুজো উদ্বোধনের কথা রয়েছে মিঠুন চক্রবর্তীর। তার আগে, বালুরঘাটে সার্কিট হাউসে ঘর পেলেন না তিনি। বিজেপি বিরুদ্ধে ‘আমরা-ওরা’র অভিযোগ তুললেও, তা অস্বীকার করেছে তৃণমূল। সূত্রের খবর, মিঠুনের থাকার জন্য, গত মঙ্গলবার সংশ্লিষ্ট ক্লাবের তরফে জেলা প্রশাসনের কাছে সার্কিট হাউসের ঘর চেয়ে লিখিত আবেদন করা হয়। শুক্রবার, রাতে প্রশাসনের তরফে ফোনে জানানো হয়, ঘর দেওয়া সম্ভব হচ্ছে না। তবে, কী কারণে ঘর দেওয়া হচ্ছে না, তা স্পষ্ট করে বলা হয়নি বলে দাবি নিউটাউন ক্লাব কর্তৃপক্ষের।
এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "সার্কিট হাউস দেওয়ার সিদ্ধান্ত, শেষ মুহূর্তে জানানো হয়েছে, দেওয়া হবে না। আমি শুধু এ’টুকুই বলব, বিনাশকালে বুদ্ধিনাশ। মিঠুনদা তো শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব বলে মিঠুনদাকে যাঁরা ট্যাগ করতে চান, আমার মনে হয় তাঁরা বাংলা-বাঙালির কালচার, তাঁর প্রতি যে বাঙালির আবেগ সেটাকে হয়তো বোঝেন না বা হয়তো জানেন না।"
আরও পড়ুন, বিভিন্ন ঘাটে পিতৃপুরুষের উদ্দেশে চলছে তর্পণ, মায়ের আসার অপেক্ষায় প্রহর গোনা শুরু
পাল্টা মদন
অন্যদিকে, তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, "বিজেপি ভাবছে সার্কিট হাউসের সবচেয়ে ভাল ঘর দাদাকে দেবে। মিঠুন অনেক পয়সা কামিয়েছেন। ডিস্কো-ডান্সার আর এখানে দেখাবেন না। অনেক নতুন ছেলে শিখে গেছে। সরকারি অফিসাররা কী ফুটপাতে থাকবে, ওনাকে ছেড়ে দিয়ে?"
এদিকে, পুজোর আগে উত্তরবঙ্গ সফরে মিঠুন চক্রবর্তী। দক্ষিণ দিনাজপুরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্র বালুরঘাটে পুজো উদ্বোধন করবেন তিনি। এদিন সকালে পদাতিক এক্সপ্রেসে চড়ে মালদা টাউন স্টেশনে নামেন মিঠুন। সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার। এরপর বালুরঘাটের উদ্দেশে রওনা দেন তাঁরা। এদিন রাত ৮টা নাগাদ ফের মালদা হয়ে কলকাতায় ফেরার কথা মিঠুন চক্রবর্তীর।