হায়দরাবাদ: তৃতীয় টি-টোয়েন্টি ম্য়াচ খেলতে হায়দরাবাদে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। সময় কম থাকায় শনিবার অনুশীলনে নামতে পারেননি রোহিতরা। তাই রবিবার সন্ধেয় খেলতে নামার আগে সকালে অপশনাল অনুশীলনের আয়োজন করা হয়েছিল। নাগপুরেও বৃষ্টির জন্য অনুশীলন বাতিল করতে হয়েছিল ২ দলকেই। ম্যাচের দিন সকালে নেট সেশনে নেমেছিল ২ দল। হায়দরাবাদেও সেভাবেই অনুশীলন সারছে ২ দল।
পিচ রিপোর্ট: হায়দরাবাদের পিচ বরাবরই ফ্ল্যাট। ব্যাটারদের জন্য স্বর্গ বলা যেতে পারে। হাইস্কোরিং গ্রাউন্ড হিসেবেই মানা হয় এই মাঠকে।
আবহাওয়া: কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। এছাড়াও সারাদিন রোদের দেখা মিলবে। বিকেলের পর দিয়ে একটু গরম বাড়বে।
এশিয়া কাপের ফাইনালে উঠতে পারেনি ভারতীয় দল। দলের বোলিং লাইন আপে ভুলভ্রান্তি শুধরে নেওয়াই ছিল লক্ষ্য এই সিরিজে। আজকের ম্যাচে জিতে সিরিজ জিতে নিতে মরিয়া থাকবে রোহিত বাহিনী। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আর শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ খেলবে ভারতীয় দল।
চোট সারিয়ে বুমরা দলে ফেরাই খুশি রোহিত। ম্যাচ জিতে তিনি বলেন, 'পিঠের চোট কিন্তু দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। ও (বুমরা) দুই মাস পরে ভারতীয় দলে ফিরেছে। তাই ও কেমন বল করেছে না করেছে, সেই নিয়ে আমি খুব বেশি পর্যলোচনা করতে চাই না। আমাদের একটি গুরুত্বপূর্ণ উইকেট এনে দিয়েছে ও। দলগতভাবে এখনই ওর পারফরম্যান্স নিয়ে চর্চা করার খুব বেশি দরকার নেই। আমরা চাই আপাতত ও যেন মাঠে নেমে নিজের খেলাটা উপভোগ করে।' আরেক ফাস্ট বোলার হর্ষল পটেলও এদিন দুই ওভারে ৩২ রান খরচ করেন।
পরপর দুই ম্যাচে হর্ষলের এহেন পারফরম্যান্স নিয়েও কিন্তু সমালোচনা শুরু হয়েছে। তবে রোহিত কিন্তু হর্ষলের পাশেই দাঁড়াচ্ছেন। তাঁর দাবি অস্ট্রেলিয়ার ইনিংসের শেষের দিকে শিশির পড়তে শুরু করায় হর্ষলের বল নিয়ন্ত্রণ করতে সমস্যা হচ্ছিল। এর ফলেই তিনি বেশ কয়েকটি ফুলটস বল করে বসেন। প্রসঙ্গত, দলের হয়ে ব্য়াটে নেমেই ছয় ও চার মেরে দলকে ম্যাচ জেতান দীনেশ কার্তিক। ফিনিশার হিসাবে নিজের ভূমিকা পালনে সফল হলেও, জয়ের জন্য কার্তিক কিন্তু পুরো কৃতিত্বটাই রোহিতকেই দিচ্ছেন।
আরও পড়ুন: দেশের জার্সিতে খেলতে নেমে রক্তাক্ত রোনাল্ডো, লুটিয়ে পড়লেন মাঠেই