কলকাতা: ফের বেহালায় ভয়ঙ্কর দুর্ঘটনা। রিকশায় বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে দুর্ঘটনায় জখম মা ও শিশুপুত্র। 

স্কুটির চালক ও যাত্রীরা মত্ত অবস্থায় ছিলেন, এমনটাই অভিযোগ স্থানীয়দের। পুলিশ সূত্রে খবর, ছেলেকে নিয়ে রিকশায় যাচ্ছিলেন মহিলা। ছাতাপার্ক থেকে পর্ণশ্রী পদ্মপুকুরের দিকে যাচ্ছিল স্কুটি। ৩ যাত্রী-সহ বেপরোয়া গতিতে রিকশায় ধাক্কা স্কুটির। রিকশা থেকে রাস্তায় ছিটকে পড়েন মা ও শিশু।

স্থানীয়রা দু'জনকে উদ্ধার করে নারায়ণা হাসপাতালে পাঠান। স্কুটির আরোহী ২ যুবককে ধরে ফেলেন স্থানীয়রা। পুলিশ গিয়ে ২ জনকে থানায় নিয়ে যায়, বাজেয়াপ্ত স্কুটি। মহিলার পায়ে গুরুতর চোট, শিশুও আহত, খবর হাসপাতাল সূত্রে। 

এদিকে, আজ সল্টলেকে ডেলিভারি বয়ের বাইকের পিছনে বেপরোয়া গাড়ির ধাক্কা, উল্টে ডেলিভারি বয়কেই মারধরের অভিযোগ মত্ত গাড়ি চালকের বিরুদ্ধে। গুরুতর জখম ডেলিভারি বয়। গতকাল রাত ১১টা নাগাদ সল্টলেকের বিধাননগর মহকুমা হাসপাতালের উল্টোদিকে দুর্ঘটনা ঘটে। সিটি সেন্টার আইল্যান্ড থেকে রামকৃষ্ণ আইল্যান্ডের দিকে যাচ্ছিলেন ডেলিভারি বয়। অভিযোগ, তাঁর বাইকের পিছনে সজোরে ধাক্কা মারে গাড়ি। ছিটকে গাড়ির ওপরে পড়েন ডেলিভারি বয়। ওই অবস্থায় গাড়ি থেকে নেমে মত্ত চালক ডেলিভারি বয়কে গালিগালাজ ও মারধর করেন। গুরুতর জখম ডেলিভারি বয়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। অভিযুক্ত গাড়ি চালককে আটক করেছে বিধাননগর উত্তর থানা।

এর আগে বুধবার সল্টলেকে বেপরোয়া গাড়ির ধাক্কা মারে অ্য়াপ বাইকে। এরপরই গাড়িতে আগুন ধরে যায়। রাস্তার রেলিং ও গাড়ির মাঝখানে আটকে পড়ে ঝলসে মৃত্যু হয় অ্য়াপ বাইক চালকের।

সল্টলেকে পথ দুর্ঘটনায় ঝলসে মৃত্যু অ্যাপ বাইক চালকের। কীভাবে ঘটেছিল দুর্ঘটনা? গতকাল বিকেল সাড়ে ৫টা নাগাদ  SA ব্লক থেকে AK ব্লকের দিকে যাচ্ছিলেন অ্য়াপ বাইক চালক সৌমেন মণ্ডল। অন্যদিকে, AJ ব্লকের দিক থেকে ডানদিকে ঘুরে সল্টলেকে ঢোকার কথা ছিল গাড়ি চালকের। সিগন্য়াল ভেঙে গাড়ি চালক SA ব্লকের দিকে গিয়ে পরপর ৩টি বাইকে ধাক্কা মারেন। তৃতীয় বাইকে ছিলেন সৌমেন মণ্ডল। ওই তরুণ ছিটকে রেলিং ও গাড়ির মধ্যে পড়ে যান। গাড়িতে আগুন লেগে যাওয়ায় বাঁচার জন্য রেলিং বেয়ে উঠতে যান সৌমেন। সেই সময় তাঁর গোড়ালি গেঁথে যায় রেলিংয়ের ধারালো অংশে। ওই অবস্থাতেই জীবন্ত দগ্ধ হয়ে যান ১৮ বছরের তরুণ।

২ দিনের মাথায় ফের সল্টলেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, এবার গুরুতর জখম ডেলিভারি বয়।