প্রবীর চক্রবর্তী, কলকাতা:
মঙ্গলবার, জৈষ্ঠ মাসের প্রথম দিন। প্রতিবারের মতো এবারও ঐ দিনে শুরু হচ্ছে বেহালার চণ্ডীমেলা। সোমবার তার সূচনা করলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সম্পাদক, স্বামী বিশ্বাত্মানন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ তারক সিং। মেলা চলবে এক মাস।


আর যা...
প্রায় ৪০০ বছরের পুরনো চণ্ডীমন্দির। বেহালার ১১৬ নম্বর ওয়ার্ডে এই মন্দির চত্বরেই প্রতি জৈষ্ঠ মাসে মেলা বসে কয়েক দশক ধরে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সোমবার মেলার সূচনা করলেন, ভারত সেবাশ্রম সঙ্ঘের সম্পাদক, স্বামী বিশ্বাত্মানন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিং-সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলররা। বরাবর জৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার চণ্ডীপুজো ও মেলা বসত। তবে তারক সিং-এর উদ্যোগে গত ২ বছর, টানা এক মাস ধরে মেলা বসেছে। সেই মতো এবারও জৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার থেকেই সাধারণ মানুষের জন্য খুলে যাচ্ছে মেলা। চলবে ১৩ জুন পর্যন্ত। তৃণমূল কাউন্সিলর ও মেয়র পারিষদ তারক সিংহ বললেন, 'মন্দির প্রায় ৪০০ বছরের। আগে প্রত্যেক জৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার, গতবার থেকে এক মাস ধরে চলে। কাল শুরু হবে। সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীরা আসেন।' শুধু বেহালাবাসী নন, দক্ষিণ ২৪ পরগনা থেকেও বহু দর্শনার্থী মেলায় আসেন। এবছর মেলায় ১৭০টিরও বেশি স্টল বসছে। তবে তার আগেই যে ঝড়বৃষ্টি হয়ে গেল দক্ষিণবঙ্গের একাংশে, তাতে মেলায় কোনও প্রভাব পড়বে না তো? প্রশ্ন থাকছেই।


প্রবল ঝড়...
প্রচণ্ড গরমের পর, এল বৃষ্টি। কিন্তু তার আগে প্রকৃতির রুদ্র রূপ, চলে তাণ্ডব। সোমবার বিকেল হতেই আকাশ ক্রমশ কালো হয়ে আসে। এরপরই, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমানে শুরু হয় প্রচণ্ড ঝড়। সঙ্গে তুমুল বৃষ্টি। ভিক্টোরিয়ার সামনে পরপর গাড়ির ওপর উল্টে পড়ে গাছ। দুমড়ে মুচড়ে যায় একটি গাড়ি। আহত হন এক আরোহী। ৪ টে গাড়ি ও ১ টা বাইকের ওপর উল্টে পড়েছে। ১ জন আহত। গাড়িটা দুমড়ে মুচড়ে গেছে। ঝড়ের মধ্য়ে গাড়ির মধ্য়ে ডাল পড়ে যায়। দমদমেও গাড়ির ওপর ভেঙে পড়ে গাছ। আহত হন যাত্রী। লেক গার্ডেন্স, সাদার্ন অ্য়াভিনিউতেও বিভিন্ন প্রান্তে গাছ পড়ে ব্য়াপক যানজট তৈরি হয়। লেক গার্ডেন্সে গাছ ভেঙে আহত ৪, ময়দানে আহত ১। বাঁকুড়ায় প্রবল ঝড়ে একটি বাড়ির পর ভেঙে পড়ে হোর্ডিং ও তার স্ট্রাকচার। ক্ষতিগ্রস্ত হয় বাড়ি। তিন জেলায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৫।


আরও পড়ুন:ভিটামিন সি-তে ভরপুর লিচু, ভাল রাখে লিভার, সমাধান করে আরও অনেক সমস্যার