অমিত জানা, বেলদা: বেলদার (Belda) আকাশে উড়ল যুদ্ধবিমান। মহাসমারোহে ফের সেনাবাহিনীর যুদ্ধবিমানের মহড়ার আয়োজন পশ্চিম মেদিনীপুর। ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর তৈরি রানওয়েতে নামবে যুদ্ধবিমান। তারই চূড়ান্ত প্রস্তুতির মহড়া হল বেলদায়। আর সেই মহড়া দেখতে এদিন ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ।


যুদ্ধবিমানের মহড়ার আয়োজন: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের পক্তাপোল থেকে শ্যামপুরা পর্যন্ত ৬০ নম্বর জাতীয় সড়কের উপর ৫ কিলোমিটার দীর্ঘ এই রানওয়ে তৈরি করা হয়েছে। রানওয়ে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতবছর ১৫ নভেম্বর যুদ্ধবিমানের মহড়া হয়েছিল। ৫ মাসের মাথায় ফের বেলদায় জাতীয় সড়কে বায়ুসেনার যুদ্ধবিমানের  মহড়া হল। আপদকালীন যুদ্ধবিমানে ওঠা নামার জন্যই এই রানওয়ে তৈরি করা হয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ পুরোপুরি কাজ সম্পন্ন করে বায়ু সেনার আধিকারিকদের হাতে রানওয়ের দায়িত্ব তুলে দিয়েছে। 


এদিন জাতীয় সড়কে রানওয়েতে যুদ্ধবিমান কলাইকুন্ডা এয়ারবেস থেকে বায়ু সেনার আধিকারিক সহ নিরাপত্তা রক্ষীরা সারিবদ্ধ ভাবে রানওয়েকে ঘিরে ফেলেন। এরপর ৫ কিলোমিটার রান ওয়েতে প্রথমে ভারতের জাতীয় পতাকা নিয়ে রুটমার্চ করেন তাঁরা। ড্রোন উড়িয়ে জাতীয় সড়ক পুরোপুরি রানওয়ের জন্য প্রস্তুত কিনা তাও পর্যবেক্ষণ করা হয় বায়ু সেনার তরফ। এদিন দুপুরে তিনটি যুদ্ধবিমান প্রায় ১০০ ফুট ওপরে ট্রায়াল ল্যান্ডিংয়ের মহড়া দেয়। একাধিক যুদ্ধবিমানকে ওড়ানো হয় জাতীয় সড়কের উপরে। যদিও এদিন জাতীয় সড়কের  ওপর তৈরি হওয়া রানওয়েতে কোনও যুদ্ধবিমানকে অবতরণ করানো হয়নি। বায়ুসেনা সূত্রে খবর, কয়েকদিনের মধ্যেই রানওয়েতে অবতরণ করানো হবে যুদ্ধবিমান।


জাতীয় সড়কের গ্রুপ কনসালটেন্ট ঋষি কুমার সিনহা বলেন, "আপদকালীন ল্যান্ডিং এটা। আপদকালীন পরিস্থিতিতে স্লাইডল্যান্ডিং করানো যাবে ট্রায়াল দেখার ছিল। এখনও সরকারিভাবে অনুমতি পাওয়া যায়নি তাই ল্যান্ডিং করানো যায়নি। সেই অনুমতি হয়ে গেলে এখানে নামবে।'' যুদ্ধবিমানের মহড়া নিয়ে স্থানীয়দের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তবে সবারই আশা ছিল জাতীয় সড়কের উপর নামবে যুদ্ধবিমান। ওই এলাকার বাসিন্দা মানস প্রধান। তিনি বলেন, "রানওয়েতে নামেনি। ১০০ ফুট উঁচুতে উড়ে গেল যুদ্ধবিমান। এর আগেও ট্রায়াল রান হয়েছিল কিন্তু নামেনি। আগামী দিনে নামবে হয়ত।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Narendra Modi: 'গরিবের জন্য টাকা পাঠিয়েছে কেন্দ্র, আর সেই টাকা লুঠ করেছে TMC' আক্রমণ মোদির