নয়াদিল্লি: যাত্রা শুরু হয়েছিল যে উদ্যমে, তাতে ছেদ পড়ে মাঝপথেই। মতবিরোধ, সংঘাতে গোঁত্তা খেতে হয় মাঝপথেই। কিন্তু লোকসভা নির্বাচনের মুখে ফের সঙ্ঘবদ্ধ দেখাচ্ছে I.N.D.I.A জোটকে। বিশেষ করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর, বিজেপি বিরোধী শিবিরের প্রায় সব নেতানেত্রীকেই একছাতার নীচে জড়ো হতে দেখা গিয়েছে। রামলীলা ময়দানে কেজরিওয়ালের জন্য আয়োজিত সমাবেশে সশরীরে শামিল না হলেও, দলের প্রতিনিধিকে সেখানে পাঠিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু I.N.D.I.A জোটে তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে। সেই আবহেই মমতার প্রশংসা শোনা গেল আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংহের মুখে (Sanjay Singh)।


যে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন কেজরিওয়াল, সেই মামলাতেই গতবছর গ্রেফতার হন সঞ্জয়। ছ’মাস জেলযাপনের পর সম্প্রতি জামিনে ছাড়া পেয়েছেন। কিন্তু ছাড়া পাওয়ার পর কোনও উদযাপনে মাতেননি তিনি। বরং জানিয়ে দেন, লড়াই এখনও শেষ হয়নি। সামনে আরও কঠিন সময় আসছে। আসন্ন লোকসভা নির্বাচনে তাঁর ভূমিকা নিয়ে এই মুহূর্তে জল্পনা চলছে। আর সেই আবহে বিরোধী জোটের সমীকরণ নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে মুখ খুললেন তিনি। আর সেখানেই মমতার প্রশংসা শোনা গিয়েছে তাঁর মুখে।


মাঝপথে নীতীশ কুমার শিবির বদলানোয় জোর ধাক্কা খেতে হয় I.N.D.I.A শিবিরকে। সেই নীতিশের তীব্র সমালোচনা করেছেন সঞ্জয়। কিন্তু মমতার অবস্থান সম্পর্কে মতামত চাওয়া হলে তৃণমূলনেত্রীর প্রতি আস্থাই প্রকাশ করেন তিনি। সঞ্জয় বলেন, “BJP-র বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে যা করণীয় করছেন উনি (মমতা)। উনি BJP-র সঙ্গে নেই। নীতীশ কুমার এবং ওঁর মধ্যে আকাশ পাতাল ফারাক রয়েছে। BJP-র সামনে মাথানত করেছেন নীতীশ। মমতাজি দাঁড়িয়ে থেকে লড়াই করছেন। বাংলায় ফলাফল ভাল হবে, তা থেকে লাভবান হবে I.N.D.I.A জোটও।”


আরও পড়ুন: Amit Shah: অনুচ্ছেদ ৩৭০ নিয়ে বিজেপি-কে আক্রমণ খড়্গের, পাল্টা ‘ইতালীয় সংস্কৃতি’ খোঁচা শাহের


কিন্তু নীতীশকে ঝাঁঝাল আক্রমণ করেন সঞ্জয়। তাঁর কথায়, “নীতীশ কুমারজির চলে যাওয়াটা একেবারে অপ্রত্যাশিত ছিলন। বিরোধী দলগুলিকে একজোট করতে নিজেই এদিক ওদিক ছুটছিলেন। আচমকা NDA-তে যোগ দিলেন। এভাবে বার বার শিবির বদল করলে ভাবমূর্তিতেও প্রভাব পড়ে। হয়ত ক্ষমতা ধরে রাখতে পারবেন, স্বল্পমেয়াদি কিছু লাভও হবে। কিন্তু ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। হিটলারের জার্মানিতে যাঁরা মাথা নোয়াননি, আজও তাঁদের মনে রেখেছে সকলে। কতদিনই বা ভয় পেয়ে থাকবেন? সাহস তো দেখাতেই হবে। আজ ১৪ জন প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী বিজেপি-তে। মোদিজি বলেছিলেন, কংগ্রেস মুক্ত ভারত তৈরি করবেন উনি। আসলে উনি কংগ্রেসযুক্ত বিজেপি তৈরি করছেন।”


সঞ্জয় জানিয়েছেন, ভারতীয় গণতন্ত্র আজ বিপন্ন হওয়ার মুখে। নির্বাচিত সরকার ফেলে, বিধায়ক কিনে ক্ষমতা দখল চলছে। ধরে ধরে বিরোধীদের জেলে পুরে দেওয়া হচ্ছে, বিরোধীদের শেষ করে দেওয়ার পরিকল্পনা কষছে BJP. সরকার মুদ্রাস্ফীতি, কৃষকদের দুর্দশা, বেকারত্ব, অগ্নিবীর ইস্যু থেকে নজর ঘোরাতে চাইলেও, বিরোধীদের বিষয়গুলি নিয়ে মানুষের কাছে পৌঁছতে হবে বলে মত সঞ্জয়ের। ৪০০ আসনের লক্ষ্যে BJP পৌঁছতে পারবে না বলেও মত তাঁর।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।