ধূপগুড়ি: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে একাধিকবার সরব হয়েছে রাজ্য সরকার। এবার রাজ্যে ভোট প্রচারে এসে তার জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ধূপগুড়ির সভা থেকে এদিন প্রধানমন্ত্রী বলেন, "গরিব কল্যাণই মোদি সরকারের মূল লক্ষ্য। গরিবের জন্য টাকা পাঠিয়েছে কেন্দ্র, আর সেই টাকা লুঠ করেছে তৃণমূল। তৃণমূল সরকার (TMC) গরিব বিরোধী, কেন্দ্রের প্রকল্পের সুফল থেকে বঞ্চিত রাজ্যবাসী।''


তৃণমূলকে আক্রমণ মোদির: এক সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার বঙ্গে এলেন প্রধানমন্ত্রী। জলপাইগুড়ি লোকসভা আসনের বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে ধূপগুড়িতে সভা করেন নরেন্দ্র মোদি। আর সেই সভা থেকেই একের পর এক ইস্যুতে তৃণমূল সরকারকে আক্রমণ করেন তিনি। এদিন প্রধানমন্ত্রী বলেন, "২৪*৭ ২০৪৭ এর জন্য কাজ করছি। NDA সরকারের এই ১০ বছরে জীবনযাত্রা অনেক সহজ হয়েছে। আপনাদের আশীর্বাদে পরিবর্তনের সঙ্কল্প নিয়েছি। ২৫ কোটি মানুষ দারিদ্রমুক্ত হয়েছেন। ১০ বছরে যা উন্নয়ন করেছি, সেটা শুধু ট্রেলার। গরিবদের কল্যাণের জন্য মোদির যে প্রকল্প রয়েছে তাতে ব্রেক লাগিয়ে দিচ্ছে তৃণমূল সরকার। কেন্দ্রের বিজেপি সরকার পাকা বাড়ির জন্য ৩০ হাজার কোটি টাকা দিয়েছে। মোদি বলে প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকুক। কিন্তু তৃণমূল বলে কেন্দ্রের টাকা আগে তাদের খাতে আসুক। এবার আপনি বলুন, জনতার টাকা কীভাবে আমি তৃণমূলকে লুট করতে দেব? পশ্চিমবঙ্গের প্রত্যেক ঘরে কলে জল আসুক তার জন্য কেন্দ্র টাকা দিচ্ছে। কিন্তু সেই টাকা সঠিকভাবে পাচ্ছেন না প্রাপকরা। কিন্তু গরিব বিরোধী তৃণমূল সরকার কিছুই করতে দিচ্ছেন না। আয়ুষ্মান ভারত প্রকল্পে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা করানো যায়। কিন্তু বাংলায় এই প্রকল্প লাগু করতে দিচ্ছে না তৃণমূল। বাংলায় চা বাগানের হালও খারাপ। তৃণমূলের ছোট নেতারাও বড় বাংলোতে থাকেন। অথচ চা বাগানের কর্মীদের মূল সুবিধাটুকু দিচ্ছেন না।'' 


বিজেপি সূত্রে খবর, ১৬ এপ্রিল ফের রাজ্যে আসার কথা প্রধানমন্ত্রীর। রায়গঞ্জে সভা করার কথা রয়েছে তাঁর। গেরুয়া শিবির সূত্রে খবর, ১০ এপ্রিল দক্ষিণ দিনাজপুরে প্রচারে আসার সম্ভাবনা রয়েছে অমিত শা-র। এদিন জলপাইগুড়িতে আসার আগে বাংলায় পোস্ট করেন প্রধানমন্ত্রী। পোস্টে লেখেন, পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের দুর্নীতি ও কু-শাসনে ক্লান্ত। একমাত্র বিজেপি বাংলার মানুষের স্বপ্ন পূরণ করতে পারে। বঙ্গ বিজেপির প্রতি অসাধারণ জনসমর্থন রয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Loksabha Election 2024: অবাধ ও সুষ্ঠু ভোট করানোর উদ্যোগ, নির্বাচনে AI প্রযুক্তির ব্যবহার