রঞ্জিত সাউ, বেলঘরিয়া: ভোরের শহরে ভয়ঙ্কর দুর্ঘটনা। একের পর এক ধাক্কা পর পর লরির। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে বেলঘরিয়া এক্সপ্রেসে। এর জেরে বন্ধ রয়েছে যান চলাচল। বন্ধ হয়েছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের এয়ারপোর্ট গামী লেন। শুধুমাত্র দক্ষিণেশ্বরগামী লেন দিয়ে চলছে গাড়ি।
এ দিন ভোরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের প্রমোদনগর থেকে একটি ট্রলার বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠছিল। সেই সময় ট্রলারটিকে দেখে থেমে যায় একটি লরি। যদিও সেই লরিটির পিছনেও লরি ছিল। আগের লরিটি হঠাৎ থেমে যাওয়ায় পিছনের লরিটি এসে ধাক্কা মারে সামনের লরিটিতে। সংঘর্ষের কারণে ডিভাইডারে লেগে যায় লরি ২টো। এরফলে একটি লরিতে থাকা খালাসির শরীরে একটি অংশ পুরোপুরি আটকে যায়। দ্রুত ওই খালাসিকে উদ্ধার করে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই সংঘর্ষের ফলে এয়ারপোর্টগামী লেনে বন্ধ হয়ে পড়ে যান চলাচল। তীব্র যানজট সৃষ্টি হয়েছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। এই মুহূর্তে দক্ষিণেশ্বরগামী লেন দিয়ে চলছে গাড়ি। ঘটনাস্থলে পৌঁছেছে বেলঘরিয়া থানার পুলিশ।
মুর্শিদাবাদে লরি দুর্ঘটনা:
মুর্শিদাবাদে ফরাক্কা ব্যারাজের ওপর পণ্য বোঝাই চলন্ত লরিতে আগুন। তার জেরে ফরাক্কা ব্যারাজে ৩৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ। ব্যারাজের ওপর দিয়ে ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। সকালে মুর্শিদাবাদ থেকে মালদা যাচ্ছিল পণ্য বোঝাই লরি। ফরাক্কা ব্যারাজের ওপর ৪৮ নম্বর গেটের সামনে চলন্ত লরিতে আগুন ধরে যায়। দমকলের ৫টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
কলকাতায় রাস্তায় কখনও পথ দুর্ঘটনা কখনও বেপরোয়া গাড়ির তাণ্ডব:
কয়েকদিন আগেই সাতসকালে পথ দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল ২ বাইক আরোহীর । রাজপুরের কালীতলা মোড়ে ওই দুর্ঘটনা ঘটেছিল। দুর্ঘটনায় আহত হয়েছিলেন আরও এক জন। তারও কয়েকদিন আগে এই বছরেরই একেবারে শুরুতে কলকাতায় দেখা গিয়েছিল গাড়ির দৌরাত্ম্য। সেন্ট্রাল অ্যাভিনিউর মতো রাস্তায় ওই ঘটনা ঘটেছিল। এক মত্ত চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরেছিল একটি রিকশাকে। তারপরেই টেনে গাড়ি চালিয়ে পালিয়ে যেতে চেষ্টা করেছিলেন ওই চালক। তাঁকে একটি সিগন্যালে আটকায় পুলিশ। তারপরেই গাড়ির বনেটে উটে তাণ্ডব শুরু করেন তিনি। পুলিশকেও গালিগালাজ করেছিলেন। পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'ভর্তুকিতে শিক্ষা পেয়েছি, দেশকে ফেরানোটাও দায়িত্ব', বললেন UPSC-সফল গৌতম