সমীরণ পাল, বেলঘরিয়া : বেলঘরিয়ায় মদ্যপানের প্রতিবাদ করে আক্রান্ত শিক্ষক। রাস্তায় ফেলে আঁকার শিক্ষককে বেধড়ক মারধর। নিমতা থেকে গ্রেফতার ১ তরুণী, এখনও অধরা বাকি অভিযুক্তরা। বেলঘরিয়ার নন্দননগরে ঝিলপাড়ে বসে মদ খাচ্ছিলেন ৫ যুবক ও ১ তরুণী। প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় মারধর, অভিযোগ শিক্ষকের। রাস্তায় ফেলে শিক্ষককে কিল-চড়-ঘুষি, CCTV ফুটেজে ধরা পড়েছে ছবি। নিমতা থেকে এসেছিলেন ওই তরুণী ও ৫ যুবক, পুলিশ সূত্রে খবর। ধৃত তরুণীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি ৫ যুবকের খোঁজ পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, নিমতা থেকে এসেছিলেন এই ৬ জন। অধরা ৫ জনের খোঁজ চালাচ্ছে পুলিশ।
অভিযুক্তরা সকলেই বহিরাগত। নিমতা এলাকায় বাড়ির কাছ থেকেই তরুণীকে গ্রেফতার করা হয়েছে। বাকিরাও সেখানকারই অনুমান পুলিশের। নিমতা থেকে এসে আড্ডা দিচ্ছিল এই দলটি। আগামীকাল তরুণীকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। আপাতত তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। এই প্রথম নয়, বহিরাগতদের দাপাদাপি এর আগেও হয়েছে বেলঘরিয়ায়। কামারহাটির ৩১ নম্বর ওয়ার্ডে এবারের এই ঘটনা ঘটেছে। এলাকাটি শান্তি এবং অভিজাত এলাকা বলেই পরিচিত। সেখানেই ভোরবেলা প্রকাশ্য রাস্তায় বসে মদ খাচ্ছিল অভিযুক্তরা। সেই সময়েই ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন আঁকার শিক্ষক নিরুপম পাল। প্রকাশ্যে এভাবে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেন তিনি। আর তার জেরেই রাস্তায় ফেলে তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যুবকদের সঙ্গে পাল্লা দিয়ে নিরুপমকে কিল, চড়, লাথি, ঘুষি মারছে এক তরুণীও। এই তরুণীকেই গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ।
আক্রান্ত শিক্ষক জানিয়েছেন, গতকাল রাতে এক আত্মীয়ের বাড়িতে কৌশিকী অমাবস্যার কালীপুজোর নিমন্ত্রণ ছিল তাঁর। সেখান থেকেই আজ ভোরবেলা বাড়ি ফিরছিলেন তিনি। বেলঘরিয়ার নন্দনগরে ঝিলপাড়ের কাছে আসতেই তিনি দেখতে পান রাস্তায় বসে মদ্যপান করছে কয়েকজন। প্রতিবাদ করেন তিনি। এরপরই তার উপর চড়াও হয় ওই মদ্যপদের দল। তাঁর বাইক ফেলে দেওয়া হয়, মোবাইল কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। এরপর শুরু হয় বেধড়ক মারধর যা ধরা পড়েছে রাস্তায় থাকা সিসিটিভি ক্যামেরায়। এই ফুটেজ খতিয়ে দেখেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। বাকি অভিযুক্তদের পুলিশ কবে গ্রেফতার করে সেটাই এখন দেখার।