সমীরণ পাল, বেলঘরিয়া: বেলঘরিয়া শ্যুটআউট কাণ্ডের প্রধান অভিযুক্ত ইন্দল যাদবকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। ঘটনার ৭দিনের মাথায় আসানসোল থেকে তাকে গ্রেফতার করা হয়। 


পুলিশ সূত্রে খবর, ঘটনার পরেই দেশের বাড়ি বিহারের সিওনে গা ঢাকা দেয় ইন্দল। পুলিশ সূত্রে খবর, সেখানে তদন্তকারীরা পৌঁছতেই বিহার থেকে আসানসোলে পালিয়ে এলেও শেষরক্ষা হয়নি। আসানসোল থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। আগামীকাল ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে বেলঘরিয়া শ্যুটআউটকাণ্ডের প্রধান অভিযুক্তকে।


শনিবার রাত পৌনে ৯টা নাগাদnবেলঘরিয়ায় উত্তর বাসুদেবপুরের এই এলাকায় গুলি চলে। গুলিবিদ্ধ হন, আগরপাড়ার টেক্সম্যাকো কারখানার INTTUC-র সাধারণ সম্পাদক বিকাশ সিং। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাড়ির কাছেই দলীয় কর্মীদের সঙ্গে চা খাচ্ছিলেন তৃণমূল নেতা। অভিযোগ, সেই সময় মোটরবাইকে চেপে আসে হেলমেট পরা ৩ যুবক। চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা INTTUC নেতাকে লক্ষ্য করে তারা গুলি চালায়। বিকাশের পেটে গুলি লাগে। তাঁকে RG কর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। পানিহাটি থেকে ডাক্তার দেখাতে এসে, ওই দোকানেই চা খাচ্ছিলেন সন্তু দাস নামে এক যুবক। দুষ্কৃতীদের হামলার মাঝে পড়ে গুলিবিদ্ধ হন তিনিও। তাঁর কোমরে গুলি লাগে।


তদন্তে নেমে পুলিশ সূত্রে দাবি করা হয়, INTTUC নেতা বিকাশ সিংয়ের ওপর হামলায় মূল অভিযুক্ত ইন্দল যাদব। এক তরুণীর সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে তৃণমূল নেতার সঙ্গে ওই ব্যক্তির টানাপোড়েন চলছিল। তরুণীর পরিবার তাঁকে বিহারে পাঠিয়ে দেয়। এরপরই ইন্দলের সঙ্গে বিকাশের গন্ডগোল চরমে ওঠে। স্থানীয়রা জানিয়েছেন, বেশ কিছুদিন এলাকাছাড়া ছিল ইন্দল। বিকাশকে গুলি করার পর, ইন্দল তাঁর বুকে পা দিয়ে দাঁড়িয়েছিল বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। পুলিশ সূত্রে দাবি, যে মোটরবাইকে চড়ে ইন্দল ও তার দুই সঙ্গী এসেছিল, সেই বাইকের মালিক টেক্সম্যাকো কারখানার শ্রমিক ভিকি যাদব। পুলিশের দাবি, দুটি বাইক ব্যবহার করা হয়েছিল। শুধু মূল অভিযুক্ত ইন্দল যাদব নয়, গুলি চালিয়েছিল গ্রেফতার হওয়া তৃণমূল কর্মী ভিকি যাদবও। এদিকে পুলিশের বিরুদ্ধে মামলা সাজানোর মারাত্মক অভিযোগ তুলেছেন খোদ তৃণমূল কাউন্সিলরই। ওই ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রাই বলেন, "ভিকির নামে কেস সাজানো হচ্ছে। আমি বলছি...জোর গলায় বলছি, ভিকি ছিল না। ভুল কেস সাজানো হচ্ছে, ভিকির নামে।''


আরও পড়ুন: Shantiniketan Dol Yatra: : দোলে জমজমাট ভিড়, রঙের উৎসবে মেতেছে শান্তিনিকেতন