ভাস্কর ঘোষ, হাওড়া: রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন সাজ সাজ রব এরাজ্যেও। বেলুড় মঠেও (Belur Math) নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সন্ধে থেকেই আলোর মালায় সেজে উঠেছিল বেলুড় মঠ চত্বর। 


রামলালার প্রাণপ্রতিষ্ঠা ঘিরে অনুষ্ঠানের আয়োজন: রামমন্দির উদ্বোধন ঘিরে উন্মাদনা ঘাটতি রইল না এরাজ্যেও। অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে তারাপীঠ মন্দিরে আয়োজন করা হয় বিশেষ যজ্ঞের। এক কুইন্টাল বেল কাঠ, পাঁচ টিন ঘি দিয়ে যজ্ঞ সম্পন্ন হয়। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ঘিরে সেজে উঠেছে কলকাতার একাধিক রাম মন্দির। চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের এই রাম মন্দিরে ভক্তদের ঢল নামে। ফুল-মালায় সেজে উঠেছিল, ১৯৪১ সালে তৈরি হওয়া এই মন্দির। গতকাল বেলুড়ে বিশেষ পুজো ও সন্ধেয় আরতির পর মূল মন্দিরের ভিতরে শ্রীরামকে নিয়ে নানা অনুষ্ঠান হয়। ধূপ-ধুনো ফুল-মালা মিষ্টি সহযোগে আরতি ও পুজো করেন সন্ন্যাসী মহারাজারা। রামগান, নাম, কীর্তন,  জীবনীপাঠ সহ নানা অনুষ্ঠান হয়। পুজো শেষে প্রসাদ বিতরণ করা হয় উপস্থিত ভক্তদের মধ্যে।


গতকাল অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। ৮৪ সেকেন্ডের মাহেন্দ্রক্ষণে তাঁর হাতেই নব নির্মিত রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা হয়। রামলালার কৃষ্ণশিলা মূর্তিতে চক্ষুদান করেন নরেন্দ্র মোদি। প্রাণপ্রতিষ্ঠার পর মন্ত্রোচ্চারণ করে পদ্মফুল দিয়ে রামলালার পায়ে অঞ্জলি দেন মোদি। রুপোর প্রদীপ নিয়ে আরতিও করেন।                    

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে সাজ সাজ রব ছিল এরাজ্যেও। দমদম হনুমান মন্দির থেকে দমদম পার্ক পর্যন্ত কলস যাত্রার আয়োজন করা হয়। আয়োজন করে দমদম পার্কের রাম জন্মোৎসব কমিটি। গেরুয়া পতাকায় রামের ছবি, রাম-লক্ষ্মণ-সীতা সাজিয়ে, গদা নিয়ে, ব্যান্ড বাজিয়ে হয় পদযাত্রা। মিছিলে অংশ নেন কামদুনি আন্দোলনের দুই প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল ও টুম্পা কয়াল। রাম-আবেগে মাতোয়ারা লোকাল ট্রেনের যাত্রীরাও। শিয়ালদামুখী শান্তিপুর লোকালে ট্রেনের কামরায় রাম মন্দিরের ছবি সেঁটে, তা ফুল দিয়ে সাজানো হয়। রেলযাত্রীদের বিলি করা হয় লাড্ডু ও গুজিয়া।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: West Bengal Weather : হাড় কাঁপিয়ে নেমেই চলেছে পারদ, কলকাতার আজ শীতলতম দিন, কত হল তাপমাত্রা?