অযোধ্যা: সোমবার, ২২ জানুয়ারি অযোধ্যায় (Ayodhya) ধুমধাম করে রামলালার প্রাণপ্রতিষ্ঠা (Ram Mandir Opening) হল। সেই উৎসবে সামিল হতে গোটা দেশের বিভিন্ন ক্ষেত্রের তারকারা অযোধ্যায় ভিড় জমিয়েছিলেন। অমিতাভ বচ্চন, আম্বানি পরিবার থেকে সচিন তেন্ডুলকর, একগুচ্ছ তারকাকে রামমন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। বিরাট কোহলিকেও (Virat Kohli) এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আমন্ত্রণপত্র দেওয়া হয়েছিল। রামমন্দিরের উদ্বোধনে কোহলিকে দেখা না গেলেও, অযোধ্যার রাস্তায় ভারতীয় দলের ১৮ নম্বর জার্সি পরিহিত এক ব্যক্তিকে দেখা গিয়েছে। তাঁকে ঘিরে ছবি তোলার জন্য রীতিমতো হিড়িক পড়ে যায়।
তাহলে কি কোহলিও রামমন্দিরের উদ্বোধনে উপস্থিত ছিলেন? শত শত তারকাদের মাঝে তিনি কি ক্যামেরা এড়িয়ে গিয়েছেন? উত্তর না। কোহলিকে নয় বরং, তাঁর মত হুবহু দেখতে এক ব্যক্তিকেই সোমবার রাতে কোহলির ১৮ নম্বর জার্সি পরে অযোধ্যার রাস্তায় দেখা গিয়েছে। সেই ব্যক্তিকে দেখা মাত্রই উপস্থিত জনগণ ছবি তুলতে তাঁকে ঘিরে ধরেন। কোহলির মতো দেখতে সেই ব্যক্তিকে ঘিরে ধরে সাধারণ জনগণের ছবি তোলার হুড়োহুড়ির এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।
তবে কোহলি না গেলেও এদিন একগুচ্ছ ক্রীড়াব্যক্তিত্ব এই অনুষ্ঠান উপলক্ষে অযোধ্যায় ভিড় জমিয়েছিলেন। কারা নেই সেই তালিকায়? কিংবদন্তি অ্যাথলিট তথা ভারতীয় অলিম্পিক্স সংস্থার প্রধান পি টি ঊষা, মিতালি, সচিন, সাইনা, অনিল কুম্বলে - সকলেই হাজির ছিলেন।
গোটা অনুষ্ঠান ঘিরে রোমাঞ্চিত সাইনা। অলিম্পিক্সে পজকজয়ী শাটলার বলেছেন, 'আমাদের সকলের কাছে এটা বড় দিন। আমি সৌভাগ্যবান যে, এখানে হাজির থাকার সুযোগ পেয়েছি। প্রভু রামের দর্শন করব আজ। নিজের আনন্দ ব্যক্ত করার ভাষা নেই।' মিতালি বলেছেন, 'দীর্ঘদিন ধরে এটাই চেয়ে এসেছি। এটা একটা সেলিব্রেশন আর আমরা সকলে সেই সেলিব্রেশনের অংশ হতে পেরেছি বলে ভাগ্যবান।' অনিল কুম্বলে বলেছেন, 'বিরাট মুহূর্ত। ঐতিহাসিক মুহূর্ত। আমি অনেক সৌভাগ্য করে এই দিনটিতে থাকতে পেরেছি। রাম লালার থেকে আশীর্বাদ নেব।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: সূর্যকুমারের মুকুটে নতুন পালক, বর্ষসেরা টি-টোয়েন্টি দলের নেতৃত্বে স্কাই