কলকাতা: করোনা আবহে, গতবারের মতো এবছরও দুর্গাপুজোয় দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে বেলুড় মঠ। মন্দির দর্শনে অনেক বিধিনিষেধ এসেছে। এছাড়াও নির্দিষ্ট কিছু দিন ভক্ত ও দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে বেলুর মঠ। নিম্নলিখিত দিনগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের জন্য বেলুর মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে --
৬ অক্টোবর ২০২১ : মহালয়া
৯-১৬ অক্টোবর ২০২১ : দুর্গাপুজো উপলক্ষে (চতুর্থী থেকে একাদশী)
৯, ১০ নভেম্বর ২০২১ : ছট পূজা
করোনা আবহে, গতবারের মতো এবছরও দুর্গাপুজোয় দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে বেলুড় মঠ । মঠ সূত্রে জানা গেছে, এবার মহালয়ায় তর্পণ করা যাবে না। চতুর্থ থেকে একাদশী পর্যন্ত মঠে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ। ১০ নভেম্বর ছটপুজোয় স্নান করা যাবে না বেলুড় মঠের ঘাটে। মঠে প্রবেশের অনুমতি না মিললেও, গত বছরের মতো এবারও মঠের ওয়েবসাইট ও ইউটিউবে দেখা যাবে পুজো পাঠ।
তবে তৃতীয় ঢেউয়ের আতঙ্ক যেহেতু রয়েই যাচ্ছে, তাই এবারের পুজোটাও করোনা কড়াকড়ির মধ্যেই কাটাতে হবে বলেই মনে করছেন সবাই। করোনাকালের শুরু থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল বেলুড় মঠে। দুর্গাপুজোর ক্ষেত্রেও এর অন্যথা হবে না। পুজোর নির্ঘণ্টপ্রকাশ করে মঠ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এবারও গত বছরের মতো ওয়েবসাইটে পুজো দেখা যাবে।
গত বছরই করোনার জেরে ১৯ বছর পর রীতি বদল হয় বেলুড় মঠের! ২০০০ সালের পর সেই প্রথম বেলুড়মঠের মূল মন্দিরে দুর্গাপুজো হয়! মঠে প্রবেশাধিকার ছিল না সাধারণ দর্শনার্থীদের! পুজোস্থলে সন্ন্যাসীদের প্রবেশাধিকারও সীমিত ছিল। ছোট করে দুর্গাপুজো হয়। মূল মন্দিরে হবে দুর্গাপুজো। প্রসাদ বিতরণও করা হয়নি। মূল গেটের পাশে একটি অস্থায়ী কাউন্টারে পুজোর সামগ্রী জমা দেওয়ার ব্যবস্থা ছিল।
উল্লেখ্য, সমস্ত রকম কোভিড বিধি মেনে এবছর সাড়ম্বরে পালিত হয়েছে বেলুড় মঠ শিল্পমন্দির বিদ্যায়তনে বিশ্বকর্মা পূজা। স্বল্প সংখ্যক শিক্ষক,ছাত্র ও মহারাজ দের তত্ত্বাবধানে সকাল থেকেই পূজার তোড়জোড় শুরু হয় বেলুড় মঠ শিল্প মন্দিরে। পূজা, হোম ও নাম সংকীর্তন এর মধ্যে দিয়েই নিষ্ঠার সঙ্গে পূজা করা হল দেবশিল্পী বিশ্বকর্মার। তবে করোনা আবহে গত বছরের মতো এবারেও পটে পুজা করা হয়।