নয়াদিল্লি: Samsung Galaxy M51 সিরিজে ব্যবসায়িক সাফল্যের মুখ দেখেছিল কোম্পানি। তা সত্ত্বেও এবার ৭০০০ এমএএইচের ব্যাটারির দিকে ঝুঁকল না Samsung। উল্টে নতুন ফোনে স্লিম ডিজাইন ব্যবহার করেছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট। মঙ্গলবার ভারতে লঞ্চ হল Samsung Galaxy M52।
Samsung Galaxy M52-এর দাম
ভারতের বাজারে ২৯,৯৯৯টাকায় পাওয়া যাবে স্যামসাঙের এই ফোন। নতুন মডেলের ৬জিবি ১২৮ জিবি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে এই দামে। বাকি এর ৮জিবি ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩১,৯৯৯টাকা। তবে অ্যামাজনের দীপাবলির সেলে ইনট্রোডাকটারি প্রাইস ২৬,৯৯৯টাকায় পাওয়া যাবে ফোনের বেস ভ্যারিয়েন্ট। বাকি টপ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ২৮,৯৯৯টাকায়। Amazon Great Indian Festival 2021-এ আগামী ৩ অক্টোবর রবিবার থেকে পাওয়া যাবে এই ফোন। ব্লেজিং ব্ল্যাক ও আইসি ব্লু রঙে এই ফোন আসছে বাজারে।
Samsung Galaxy M52 5G-র স্পেসিফিকেশন
আগের ফোনের থেকে ২১ শতাংশ বেশি স্লিম এই নতুন মডেল। ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে। স্যামসাঙের এই নতুন মডেল চলবে Android 11-এ অপারেটিং সিস্টেমে। নতুন মডেলে ১২০ হার্টজের রিফ্রেস রেট দিয়েছে কোম্পানি। ফোনে থাকছে Qualcomm Snapdragon 778G প্রসেসর। ৬জিবি ৮জিবি RAM অপশনের পাশাপাশি ১২৮ জিবির অনবোর্ড স্টোরেজ থাকছে ফোনে।
আগের Galaxy M51-এর মতো ৭০০০ ব্যাটারি থাকছে না ফোনে। নতুন মডেলে রয়েছে ৫০০০এমএএইচের ব্যাটারি। ফলে ১৭৫ গ্রাম ওজন হয়েছে ফোনের। যার জেরে হাল্কা ফোনের তালিকায় ঢুকে গিয়েছে Samsung Galaxy M52 5G-এর নাম। আগেই এই ফোনকে মনস্টার ডিসপ্লে ও লিনেস্ট ফোন হিসাবে প্রচার শুরু করেছিল ই-কমার্স সাইট অ্যামাজন(Amazon)। ফোনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে ছাড়াও রয়েছে ১২০ হার্টজের রিফ্রেস রেট।ফোন আগের থেকে অনেক বেশি স্লিম হবে বলে দাবি করা হয়েছিল সাইটে। ফোনে রয়েছে ১১ ব্যান্ডের 5G সাপোর্ট।
Samsung Galaxy M52 5G-র ক্যামেরা
ফোনে তিনটে রেয়ার ক্যামেরা দিয়েছে কোম্পানি।যার মধ্যে প্রাইমারি সেন্সর রয়েছে ৬৪ মেগাপিক্সেলের। এ ছাড়াও ফোনে রয়েছে ১২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ম্যাক্রো শ্যুটার হিসাবে দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেলের সেন্সর। সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা।