রঞ্জিত সাউ, বিধাননগর: সল্টলেকের বিভিন্ন ব্লকে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে দুই মোবাইল ছিনতাইবাজকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। গতকাল বিকেল পাঁচটার সময় ইসি ব্লকের কালী মন্দিরের সামনে এক মহিলা যখন হেটে যাচ্ছিলেন তখন দুই যুবক বাইকে এসে তার হাত থেকে মোবাইল ছিনতাই করে পালিয়ে যায়। এরপরই বিধান নগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা, এরপরই ঘটনার তদন্তে নেমে গতকাল রাতে বেলেঘাটা থেকে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃত দুই যুবকের নাম রাহুল রায় ও রাজেশ দাস এদের বাড়ি বেলেঘাটায়। পুলিশ সূত্রে খবর, এরা সল্টলেকের বিভিন্ন ব্লকে ছিনতাই করত। আজ ধৃতদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়েছিল এবং পুলিশ হেফাজতের আবেদন করা হয়।
Kolkata: বিধাননগর পুলিশের জালে ২ মোবাইল ছিনতাইকারি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Sep 2021 06:47 PM (IST)
Kolkata: গতকাল বিকেল পাঁচটার সময় ইসি ব্লকের কালী মন্দিরের সামনে এক মহিলা যখন হেটে যাচ্ছিলেন তখন দুই যুবক বাইকে এসে তার হাত থেকে মোবাইল ছিনতাই করে পালিয়ে যায়
গ্রেফতার মোবাইল ছিনতাইকারি