বেলুড়: করোনার (Novel Coronavirus) বিধিনিষেধ (COVID Rules) উঠতে ফের জনসমাগম শুরু হয়েছিল। কিন্তু নতুন বছরের প্রথম দিনই বন্ধ থাকছে বেলুড় মঠ (Belur Math)। কেন বন্ধ রাখা হচ্ছে, তার সপক্ষে যদিও কোনও সাফাই দেননি মঠ কর্তৃপক্ষ। তবে লিখিত বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, অনিবার্য কারণেই মঠ বন্ধ রাখা হচ্ছে।


সোমবার লিখিত বিবৃতি প্রকাশ করেন বেলুড় মঠ কর্তৃপক্ষ। মহাসচিব স্বামী সুবীরানন্দ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ‘অনিবার্য কারণে আগামী ১ জানুয়ারি, ২০২২ (শনিবার) ভক্ত এবং দর্শনার্থীদের জন্য বেলুড় মঠ বন্ধ থাকবে।’



আরও পড়ুন: আজ সারদা দেবীর ১৬৯তম জন্মতিথি, রামকৃষ্ণ মঠ ও মিশনে ভক্তসমাগম


এর আগে, রবিবার সারদাদেবীর (Sarada Devi) জন্মতিথই উপলক্ষে দর্শনার্থীদের জন্য বেলুড় মঠের দরজা খুলে দেওয়া হয়। সকাল ৮টা থেকে ১১টা এবং দুপুর ৩টে থেকে ৫টা পর্যন্ত মঠে প্রবেশের অনুমতি দেওয়া হয়। কোভিড বিধি মেনেই সকলকে ঢুকতে দেওয়া হয় মঠে। রামকৃষ্ণ মন্দির, মায়ের মন্দির এবং ব্রহ্মানন্দ মন্দির দর্শনের অনুমতিও দেওয়া হয়। তার পরই সোমবার এই ঘোষণা।


উল্লেখ্য, ২০২২ সালে রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তি। তা নিয়ে প্রস্তুতি তুঙ্গে বেলুড় মঠে। তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi) অংশ নিতে পারেন বলে মঠ সূত্রে খবর। মোদির কাছে ইতিমধ্যেই আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে।


সেই উপলক্ষ্যএ প্রস্তুতির জন্যই মঠ বন্ধ রাখা হচ্ছে কি না, তা যদিও স্পষ্ট নয়। তবে করোনার আগে নতুন বছরের প্রথম দিন বেলুড় মঠে ভালই জন সমাবেশ ঘটত। করোনায় তাতে ছেদ পড়েছিল। মঠ বন্ধ থাকায়, এ বারও মঠে যেতে পারবেন না সাধারণ মানুষ।