নয়া দিল্লি : রাজধানীর করোনা সংক্রমণ ফের চিন্তার ভাঁজ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৩৩১ জন। গত ছয় মাসে যা একদিনে সর্বাধিক। এর আগে গত ৬ জুনও ৩৩১ জন সংক্রমিত হয়েছিলেন।


এর পাশাপাশি বেড়েছে পজিটিভিটির হারও। শহরে এই হার এখন ০.৬৮ শতাংশ। যা গত ছয় মাসের মধ্যে সর্বাধিক। ২ জুন পজিটিভিটির হার ছিল ০.৭৮ শতাংশ। 


৩৩১ জনকে ধরে দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা ১৪,৪৩,৬৮৩। সক্রিয় আক্রান্তের সংখ্যা ১,২৮৯। এপর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৪,১৭,২৮৮। নতুন করে আরও ১৪৪ জন ছাড়া পেয়েছেন। নতুন করে মৃত্যু হয়েছে এক জনের। এনিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ২৫ হাজার ১০৬। মৃতের হার ১.৭৪ শতাংশ।


আরও পড়ুন ; ১০ জুনের পর ফের একদিনে সর্বাধিক সংক্রমণ, রাতে কার্ফুর পথে দিল্লি


এই পরিস্থিতিতে রাতে কার্ফু (night curfew) জারি করতে চলেছে দিল্লি সরকার( Delhi Government)। আজ, সোমবার থেকেই এই বিধি লাগু থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই নিয়ম-কানুন জারি থাকবে।


এদিকে ওমিক্রন-উদ্বেগের মধ্যেই দেশে করোনায় দৈনিক মৃত্যু বাড়ল। কমেছে সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৩১ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৯৮৭। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৬২। 


এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা-


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৯ হাজার ৯৯৭ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৯৩ হাজার ৩৩৩।   


এখনও পর্যন্ত ১৪১ কোটি করোনা টিকার ডোজ


দেশ ব্যাপী করোনা টিকাকরণ অভিযানে এখনও পর্যন্ত ভাইরাসের প্রতিষেধক টিকার ১৪১ কোটির বেশি ডোজ দেয়া হয়েছে। গতকাল টিকাপ্রাপকের সংখ্যা ২৯ লক্ষ ৯৩ হাজার ০২৮৩। এখনও পর্যন্ত দেশে করোনা টিকার মোট ১৪১ কোটি ৭০ লক্ষ ২৫ হাজার ৬৫৪ ডোজ দেওয়া হয়েছে।