ভাস্কর ঘোষ, হাওড়া: করোনা কালে আরও সক্রিয় হয়ে উঠছে ক্রেডিট এবং ডেবিট কার্ড প্রতারণা চক্র। এ বার তার প্রমাণ মিলল বেলুড়ে। সেখানে অনলাইন মাধ্যমে পাওয়া ক্রেডিট কার্ডের ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি (One Time Passwor/OTP) দিয়ে কড়কড়ে ৫১ হাজার টাকা খোয়ালেন শপিং মলের এক কর্মী।


আদতে বেলঘরিয়া নিমতার বাসিন্দা সুশান্ত সাহা। বেলুড়ের (Belur News) একটি শপিং মলের কর্মী তিনি। বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ ক্রেডিট কার্ড সংস্থার নাম করে তাঁর সঙ্গে যোগাযোগ করে একটি প্রতারণা চক্র। সুশান্তকে জানানো হয়, তাঁর অ্যাকাউন্টে যে পয়েন্ট জমা হয়েছে, তার ভিত্তিতে ১০ হাজার ১০০ টাকা প্রাপ্য তাঁর। নির্দেশ মতো কয়েকটি ধাপ পেরোলেই মিলবে সেই টাকা।


ক্রেডিট কার্ডে জমা হওয়া পয়েন্ট থেকে নগদ টাকা মেলার বিষয়টি প্রথমে সন্দেহজনক ঠেকলেও, প্রতারকদের কথার জালে ক্রমশ জড়িয়ে পড়েন সুশান্ত। তাতেই পর পর ডেবিট এবং ক্রেডিট কার্ডের নম্বর দিয়ে বসেন প্রতারকদের। শুধু তাই নয়, পরিস্থিতি আঁচ করতে না পেরে একাধিক বার ফোন মারফত ইমেলে ঢোকা ওটিপি-ও প্রতারকদের দিয়ে দেন তিনি। তাতেই চোখের পলকে অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যায় তাঁর।


আরও পড়ুন: Bank Looted: বর্ধমানে দিনেদুপুরে ব্যাঙ্ক ডাকাতি, কর্মীদের মারধর করে টাকা নিয়ে চম্পট


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওটিপি হাতিয়ে পাঁচ দফায় সুশান্তর অ্যাকাউন্ট থেকে মোট ৫১ হাজার টাকা তুলে নিয়েছে প্রতারকরা। টাকা চলে গিয়েছে যখন বুঝতে পারেন সুশান্ত, তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ফাঁকা হয়ে গিয়েছে তাঁর অ্যাকাউন্টও। কিন্তু ক্রেডিট কার্ড সংস্থার নাম করে যে নম্বর থেকে ফোন করা হয়েছিল তাঁকে, বার বার সেটি ডায়াল করেও আর যোগাযোগ করেত পারেননি সুশান্ত।


তার পরই বেলুড় থানায় অভিযোগ জানাতে ছোটেন প্রতারণার শিকার সুশান্ত। যে ব্যাঙ্কে সুশান্তের অ্যাকাউ্নট রয়েছে, পুলিশের তরফে তাদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। সব কিছু খতিয়ে দেখে বোঝা গিয়েছে, প্রতারণার শিকার হয়েছেন সুশান্ত। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।