কলকাতা : ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, তাও উপনির্বাচনেও অশান্তি ! বাগদায় বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখানো হল। অশান্তির হটস্পট হয়ে উঠল রানাঘাট দক্ষিণ কেন্দ্রের পায়রাডাঙা। বিজেপি প্রার্থীর এজেন্ট-সহ গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হামলা, হুমকি ও ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রানাঘাট জেলা পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মানিকতলা, বাগদা থেকে রায়গঞ্জ-একের পর এক কেন্দ্রে বিজেপি প্রার্থীদের তৃণমূলের তাড়া। কোথাও ভাঙল গাড়ির কাচ, কোথাও গাড়িতে লাথি। কার্যত একের পর এক অভিযোগে সরগরম রইল রাজ্যে উপনির্বাচন হওয়া চার কেন্দ্র। এর পাশাপাশি দেশের আরও ৬টি রাজ্যে ৯টি বিধানসভা কেন্দ্রে এদিন উপনির্বাচন হয়। অর্থাৎ, এদিন দেশজুড়ে মোট সাতটি রাজ্যের ১৩টি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হল। এদিকে পশ্চিমবঙ্গে হিংসার ঘটনায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছ থেকে অ্যাকশন টেকন রিপোর্ট চাইল জাতীয় নির্বাচন কমিশন। বিকাল ৫টা পর্যন্ত চার কেন্দ্রে উপনির্বাচনে ভোট পড়ল ৬২.৭১ শতাংশ।


রাজ্যের ৪ কেন্দ্রে উপনির্বাচনে অশান্তির চিত্র-


মাত্র ৪টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। অথচ তাতেও অশান্তির সেই চেনা ছবি। বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে গুলি চালানোর অভিযোগ, তৃণমূল কর্মীদের মারধর, বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর, ভয় দেখানো, ছাপ্পা ভোট, গন্ডগোল এবং বুথ জ্যামের মতো চির পরিচিত অভিযোগ।


এদিন ছাপ্পা ভোটের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে বাগদা বিধানসভার ডিহিলদহ। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ান তৃণমূল কর্মীরা। বিজেপি প্রার্থীকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়।


একই ছবি কলকাতার মানিকতলাতেও। এখানে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। ওঠে গো ব্যাক স্লোগান।


রায়গঞ্জে উপনির্বাচনেও দেখা গেল একই ছবি। অভিযোগ, ভোটের দিন দিনভর যেখানেই গেছেন, সেখানেই তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছেন বিজেপি প্রার্থী।


উপনির্বাচন ঘিরে অশান্ত হয়ে উঠল রানাঘাটও। রানাঘাট থানার পূর্ণনগর এলাকায়, বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে হামলা ও গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু পূর্ণনগর এলাকায় গুলি চলার অভিযোগই নয়, জকপুরে তৃণমূলকর্মীদের বেধড়ক মার থেকে শুরু করে, পায়রাডাঙায় বিজেপির ক্য়াম্প অফিস ও বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, অভিযোগের তালিকা থেকে বাদ যায়নি কিছুই।


বিজেপির রাজ্যসভার সদস্য শমীক ভট্টাচার্য বলেন, 'তৃণমূল কংগ্রেস একচেটিয়া একাধিপত্য কায়েম করল পুলিশকে সঙ্গে নিয়ে। মানিকতলায় বেশ কিছু বুথে আমরা পুননির্বাচনের দাবি জানিয়েছি এবং অতি সত্ত্বর আমরা সেটা নির্বাচন কমিশনকে জানাব।'


যে ৪টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হল, ২০২১ সালের বিধানসভা ভোটে এরমধ্য়ে তিনটিতে জয়ী হয়েছিল বিজেপি। শুধুমাত্র মানিকতলায় তৃণমূল। সদ্য় সমাপ্ত লোকসভা ভোটের ফলের নিরিখেও ৪টি বিধানসভার মধ্য়ে ৩টিতে এগিয়ে বিজেপি, তৃণমূল একটিতে। শনিবার ৪ বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা।