Kashi Vishwanath: শ্রাবণে কাশী বিশ্বনাথ মন্দির পরিদর্শনে যাচ্ছেন ? কী ব্যবস্থা থাকছে শিবভক্তদের জন্য ?

Sawan Month 2024: শ্রাবণ মাসের পবিত্র তারিখ ২২ জুলাই থেকে ১৯ অগাস্ট পর্যন্ত নির্ধারিত হয়েছে

Continues below advertisement

কলকাতা : সাধারণ দিনের তুলনায় শ্রাবণ মাসে (Sawan Month) কাশী বিশ্বনাথ মন্দিরে (Kashi Vishwanath Temple) শিব ভক্তের সংখ্যা অনেক বেশি থাকে। এই বিষয়টি মাথায় রেখেই কাশী বিশ্বনাথ মন্দির প্রশাসন ও পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে বড় মিটিং করা হল। এই বৈঠকে মন্দিরে আগত দর্শনার্থীদের সুবিধা ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, পুরো ধামকে সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলার এবং একটি কন্ট্রোল রুম স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Continues below advertisement

শ্রাবণ মাসের পবিত্র তারিখ ২২ জুলাই থেকে ১৯ অগাস্ট পর্যন্ত নির্ধারিত হয়েছে। যে সময় প্রচুর সংখ্যক ভক্ত কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে আসবেন। এই বিষয়টি মাথায় রেখে গতকাল অনুষ্ঠিত বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে মন্দির প্রশাসন দর্শনার্থীদের জন্য ব্যবস্থা, সরাসরি দর্শন-সহ একাধিক বিষয়ে যত্ন নেওয়ার কথা বলেছে। অক্ষম ও বয়স্কদের পাশাপাশি ভিআইপিদের জন্য বিনামূল্যে ই-রিকশার ব্যবস্থা থাকবে। এছাড়াও, পুরো ধাম সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হবে। পুরো মন্দির কমপ্লেক্সের পাশাপাশি বিশেষ করে গর্ভগৃহের আশেপাশে কর্তব্যরত পুলিশকর্মীদের ভক্তদের সঙ্গে অত্যন্ত নম্র আচরণ করার জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে ।

কাশী বিশ্বনাথ মন্দিরে আগত ভক্তদের জন্য রাস্তায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথা বলা হয়েছে। এছাড়াও মন্দির চত্বরে স্বাস্থ্য বিভাগকে পুরো এলাকায় চিকিৎসা সুবিধার পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে, যাতে প্রয়োজনে উপযুক্ত সময়ে দর্শনার্থীদের চিকিৎসা সুবিধা দেওয়া যায়। দর্শনার্থীদের জন্য বিশুদ্ধ পানীয় জল, টয়লেট এবং সহজে প্রস্থান ও প্রবেশের ব্যবস্থা সম্পর্কেও নির্দেশিকা জারি করা হয়েছে।

গত বেশ কয়েক মাস ধরে কাশীর মানুষ দাবি করে আসছেন, যাতে তাঁরা সহজে বাবা বিশ্বনাথের দর্শন পেতে পারেন সে জন্য নির্দিষ্ট প্রবেশদ্বার দিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হোক। বিষয়টি মাথায় রেখে গতকালের বৈঠকে এ নিয়েও আলোচনা হয়েছে। এখন কাশীবাসী নতুন নান্দুফরিয়া মার্গ হয়ে সকাল ৪টে থেকে ৫টা এবং সন্ধে ৪টে থেকে ৫টা পর্যন্ত প্রবেশ করতে পারবেন। সবার আগে এটি নিয়মিত দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। এই ব্যবস্থা আরও শক্তিশালী হওয়ার পরে, কাশীর সমস্ত মানুষের জন্য কার্যকর করা হবে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

Continues below advertisement
Sponsored Links by Taboola