রুমা পাল ও সৌমিত্র রায়, কলকাতা : বাংলার পর্বতারোহী (Bengal Mountaineer) দলের মুকুটে নতুন পালক। এই প্রথমবার কাশ্মীরের ব্রহ্মা ওয়ান শৃঙ্গ জয় করলেন ভারতীয় পর্বতারোহীরা ( Indian Mountaineer)। এমনটাই দাবি করেছে সোনারপুরের আয়োজক ক্লাব। রুদ্রপ্রসাদ হালদারের নেতৃত্বে নজির গড়লেন সত্যরুপ সিদ্ধান্ত, দেবাশিস মজুমদার-সহ বাংলার ৯ জন পর্বতারোহী।
কাশ্মীরের ব্রহ্মা ওয়ান শৃঙ্গ। হিমালয়ের অন্যতম দুর্গম ও বিপজ্জনক এই শৃঙ্গ জয় করে নজির গড়লেন এরাজ্যের ৯ পর্বতারোহী। এই প্রথম সেখানে পা পড়ল ভারতীয় পর্বতারোহীদের। এমনটাই দাবি করেছে আয়োজক সোনারপুর আরোহী ক্লাব কর্তৃপক্ষ। ৩০ জুন বাংলার এই পর্বতারোহীরা ব্রহ্মা ওয়ান শৃঙ্গ জয়ের পথে পা বাড়ান। পর্বতারোহীদের দলে রয়েছেন রুদ্রপ্রসাদ হালদার, সত্যরুপ সিদ্ধান্ত, দেবাশিস মজুমদার-সহ ৯ জন।
৬ হাজার ৪১৬ মিটার উঁচু এই শৃঙ্গের পথ অতি দুর্গম। পদে পদে রয়েছে বিপদের হাতছানি। রবিবার এক শেরপা পা পিছলে প্রায় ৭০ মিটার নীচে পড়ে যান। দুর্ঘটনার জেরে সেদিন বন্ধ হয়ে যায় সামিট। তবে সব বাধা উপেক্ষা করে সোমবার ফের শুরু করেন তাঁরা। মঙ্গলবার সকাল ১০.১৬ মিনিটে শিখরে পৌঁছন বাংলার ৯ পর্বতারোহী। সঙ্গে ছিলেন ৫ জন শেরপা। ১৯৭৩ সালে প্রথমবার ব্রিটিশ পর্বাতরোহী ক্রিস বনিংটন ব্রহ্মা ওয়ান শৃঙ্গ জয় করেন। প্রায় ৫০ বছর পর এই শৃঙ্গ জয় করলেন ভারতীয় পর্বতারোহীরা।
আরও পড়ুন- শখ, নেশা ও অক্সিজেনের খোঁজ, ১৫ বছর থেকে গাছ লাগিয়ে চলেছেন বছর আশির দুখু মাঝি
আরও পড়ুন- হারিয়েছে ফোন ? খুঁজে দেবে পুলিশই ! কী কী ধাপে এগোবেন ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন https://t.me/abpanandaofficial