প্রকাশ সিনহা, সুজিত মণ্ডল, নদিয়া : ফিরহাদ হাকিম, মদন মিত্রদের পুর নিয়োগ দুর্নীতি ( Municipal Recruitment Scam ) মামলার তদন্তে এবার CBI-এর স্ক্যানারে বিজেপি বিধায়ক ( BJP MLA ) । রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক ও রানাঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পার্থসারথি চট্টোপাধ্যায়ের ( Partha Sarathi Chatterjee ) বাড়িতে চলছে তল্লাশি। সকাল পৌনে ১০টা নাগাদ বিজেপি বিধায়কের রানাঘাটের বাড়িতে পৌঁছে যায় ৮ সদস্যের সিবিআই টিম। বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী।
একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে রানাঘাট উত্তর-পশ্চিমের টিকিট পান পার্থসারথি চট্টোপাধ্যায়। সেইসময় রানাঘাট পুরসভার চেয়ারম্যান পদ ছাড়েন। বর্তমানে বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায়। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে আজ নদিয়ার রানাঘাট, হাওড়ার উলুবেড়িয়া, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, এই ৩ জেলার ৬টি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই।
পার্থসারথির রাজনৈতিক পরিচয়
১৯৯০-এ কংগ্রেসের টিকিটে জিতে প্রথমবার কাউন্সিলর হন পার্থসারথি চট্টোপাধ্যায়। ১৯৯৫ সালে প্রথমবার রানাঘাট পুরসভার চেয়ারম্যান হন। ২০০৯-এ কংগ্রেস ছেড়ে যোগ দেন তৃণমূলে। ২০১১-য় তৃণমূলের টিকিটে রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভা কেন্দ্রে জয়ী হন পার্থসারথি চট্টোপাধ্যায়। ২০১৬-য় তৃণমূলের হয়ে দাঁড়িয়েও বিধানসভা ভোটে হেরে যান। একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে টিকিট পান পার্থসারথি চট্টোপাধ্যায়।
সেইসময় রানাঘাট পুরসভার চেয়ারম্যান পদ ছাড়েন। বর্তমানে বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায়।
পুরসভার গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার নদিয়ার রানাঘাট, হাওড়ার উলুবেড়িয়া, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, এই ৩ জেলার ৬টি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক ও রানাঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে চলছে তল্লাশি।
এছাড়াও পুরসভার গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে হাওড়ার উলুবেড়িয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অর্জুন সরকারের বাড়িতেও হানা দিয়েছে CBI । সকাল ১০টা নাগাদ ফুলেশ্বরের কুশবেড়িয়ায় তাঁর বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় গোয়েন্দারা। ২০১৫ থেকে ’১৯ পর্যন্ত তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান ছিলেন অর্জুন সরকার। উলুবেড়িয়ার ২০ নম্বর ওয়ার্ডের ২ বারের কাউন্সিলরকে গতবার টিকিট দেয়নি দল। সূত্রের খবর, ২০১৬-১৭ নাগাদ অর্জুন সরকারের আমলে পুরসভায় গ্রুপ সি ও গ্রুপ ডি পদে ১৬-১৭ জনের নিয়োগ হয়। নিয়োগে তৎকালীন চেয়ারম্যানের কী ভূমিকা ছিল, তা জানতেই আজ সিবিআই অভিযান বলে সূত্রের খবর।
অন্যদিকে আবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভার প্রাক্তন চেয়ারপার্সন মীরা হালদারের বাড়িতেও চলছে CBI তল্লাশি। সকাল ১০টা নাগাদ ১০ নম্বর ওয়ার্ডে মীরা হালদারের বাড়িতে পৌঁছে যায় ৪ জনের সিবিআই টিম। ২০১৬ সালে ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারপার্সন ছিলেন মীরা হালদার।