কলকাতা: SIR-এ এখনও পর্যন্ত বাদের তালিকায় সাড়ে ৫৮ লক্ষ?  ১ কোটি ৬৭ লক্ষ ৪৫ হাজার ৯১১ ভোটারের তথ্য যাচাই করবে নির্বাচন কমিশন। বিকেল চারটে অবধি পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, মৃত ভোটার হিসেবে বাদ পড়তে পারে ২৪ লক্ষ ১৮ হাজার ৫৯৯। স্থানান্তরিত হিসেবে বাদের তালিকায় রয়েছে ১৯ লক্ষ ৯১ হাজার ৯৬৬। ট্রেস ডুপ্লিকেট হিসেবে ১ লক্ষ ৩৭ হাজার ৯৬১ জনের। অন্যান্যর সংখ্যা টা ৫৭ হাজার ৬৮৭।

Continues below advertisement

আরও পড়ুন, রাজ্যে ৮৫ লক্ষ ভোটারের বাবার নামে গলদ ! ১৫ বছরে কম বয়সে বাবা হয়েছেন ১১ লক্ষের উপরে, এবার তথ্য যাচাই করবে কমিশন

Continues below advertisement

দেখুন কোন কেন্দ্রে কত নাম বাদ যেতে পারে ?

ভবানীপুর :  বাদ পড়তে পারে ৪৪ হাজার ৭৮৫ জন ভোটারের নাম নন্দীগ্রাম : প্রায় ১০ হাজার ৮৯৯ জন ভোটারের নাম বাদ পড়ার সম্ভাবনা বালিগঞ্জ : বাদ পড়তে পারে ৬৫ হাজার ১৭০ জনের নামকলকাতা বন্দর : ৬৩ হাজার ৭৩০ জনের নাম বাদ পড়তে পারেরাসবিহারী : ৪২ হাজার ৫১৯ জনের নাম বাদ পড়তে পারেচৌরঙ্গি : বাদ পড়তে পারে ৭৪ হাজার ৫৫৩ জনের নামজোড়াসাঁকো : বাদ পড়তে পারে ৭২ হাজার ৯০০ জনের নামকসবা : ৫৮ হাজার ২২৭ জনের নাম বাদ পড়ার সম্ভাবনা রাজারহাট-গোপালপুর : ৪৭ হাজার ৬০৪ জনের নাম বাদ পড়ার সম্ভাবনা

মূলত এই ভোটারদের তথ্য যাচাই করবে নির্বাচন কমিশন। বিএলও-রা বাড়ি বাড়ি যাবেন। তারপরে কোনও সন্দেহ থাকলে, শুনানির জন্য ডাকা হবে।  রাজ্যে ৮৫ লক্ষ ভোটারের বাবার নামে গলদ রয়েছে। কারণ দেখা যাচ্ছে ২০০২ সালে এক নাম ছিল, কিন্তু ২০২৫ সালের এনরোলে আরেক নাম ! এবং দেখা যাচ্ছে সাড়ে তেরো লক্ষ ভোটারের ক্ষেত্রে, একই ব্যক্তির নাম ! সেই ব্যাক্তির নাম কোথাও বাবার নামে রয়েছে। কোথাও মায়ের নামে রয়েছে, এবং এক্ষেত্রে প্রজেনি ম্যাপিং যেক্ষেত্রে হয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজনের নাম, কোথাও বাবা হিসেবে কোথাও মা হিসেবে। বলা হয়েছে, ডেটার ত্রুটি রয়েছে। আবার এমনও রয়েছে, এক ব্যাক্তির ৬ জন প্রজেনি বা ছেলে মেয়ে রয়েছে, সেক্ষেত্রে এই সংখ্যা ২৪ লক্ষ ২১ হাজার ১৩৩। এবং ঠাকুরদার চেয়ে ৪০-এর কম বয়স ৩ লক্ষ ২৯ হাজার ১৫২ ভোটারের। 

কোথাও কোনও নুন্যতম সংশয় থাকলে, তা যাচাই করা হবে। এটা বারবার হয়েছিল। আগে দেখা গিয়েছিল, ৭ দফার একটা যাচাইয়ের পদ্ধতির কথা বলেছিল নির্বাচন কমিশন। তারপরে আবারও এই এসআইআর প্রক্রিয়া শেষের পর, যে খসড়া তালিকা বের হবে, তার আগেই কিন্তু এই যাচাইয়ের কথা সামনে আনল কমিশন।