দক্ষিণ দিনাজপুর: হাটকালনা এলাকায় রাজ্য সড়কের পাশ থেকে উদ্ধার হল বালুরঘাট এলাকার ২৭টি এনুমারেশন ফর্ম। আজ সকালে ফর্ম দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

Continues below advertisement

আরও পড়ুন, SIR-এর ফর্ম বিলি করছেন BLO-র স্বামী ও তৃণমূল নেতা ! ভাইরাল ভিডিও, অভিযোগ ঘিরে তোলপাড় পিংলা বিধানসভা কেন্দ্রে

Continues below advertisement

এলাবাসীর অভিযোগ, বিজেপির একজন বিএলএ ফর্মগুলো তুলে নিয়ে যাচ্ছিল। বিজেপির বিএলএকে আটকে রেখে কালনা থানায় খবর দেন স্থানীয়রা। বিজেপি ফর্মগুলো নষ্ট করার চেষ্টা করছিল বলে অভিযোগ তৃণমূলের। স্থানীয় মহকুমা শাসক জানিয়েছেন, দক্ষিণ দিনাজপুর প্রশাসন এনুমারেশন ফর্ম নিয়ে যাওয়ার সময়ে কিছু ফর্ম মিসিং ছিল, এগুলো সেই ফর্ম কিনা খতিয়ে দেখা হচ্ছে।  

 তৃণমূলের হাতে চলে যাচ্ছে এমুনরেশন ফর্ম, ফেসবুকে ছবি পোষ্ট করে সম্প্রতি দাবি করেন পশ্চিম বর্ধমানের বিজেপির জেলা সহ-সভাপতি রমণ শর্মা। প্রতিবাদে কাঁকসা বিডিও অফিসে বিক্ষোভ দেখায় বিজেপি। লোকবল নেই বলে, এসব করছে, পাল্টা তোপ তৃণমূল নেতৃত্বের। ক্যামেরার সামনে মুখ খোলেননি BLO. তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন BDO. তৃণমূল নেতাদের হাতে চলে যাচ্ছে SIR-এর এমুনরেশন ফর্ম। বিজেপি নেতার ফেসবুক পোষ্ট ঘিরে শোরগোল দুর্গাপুরের কাঁকসা এলাকায়। কাঁকসা বিডিও অফিসের মূল দরজা বন্ধ করে বিক্ষোভ বিজেপির। পশ্চিম বর্ধমান বিজেপি সহ সভাপতি রমণ শর্মা বলেন, ফর্মগুলো নিয়ে বসে রয়েছে, তৃণমূলের পঞ্চায়েত সদস্য। সঙ্গে বসে রয়েছেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী। কাঁকসা BDO  সৌরভ গুপ্ত বলেন, ছবিটা দেখে তো বোঝা যাচ্ছে না, ফর্মগুলো কোথাকার।  আমরা আমাদের মতো তদন্ত করছি। গলসি বিধানসভার ৬৮ নম্বর বুথের BLO দীপালি দে।বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কথা তাঁরই। 

কিন্তু বিজেপির অভিযোগ, BLO-র কাছ থেকে সেই এমুনারেশন ফর্ম নিয়ে নিয়েছেন কাঁকসা পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য ভোলা বিশ্বকর্মা ও কাঁকসা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শুক্লা সিংয়ের স্বামী কার্তিক সিংহ।ফেসবুকে এই ছবি পোষ্ট করেছেন বিজেপির জেলা নেতা রমণ শর্মা। বিজেপি BLA ও মণ্ডল সভাপতি  প্রশান্ত রায় বলেন,  বিকেল বেলা আমি দেখছি, একটা ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিটাতে দেখা যাচ্ছে যে, ৬৮ ৬৮ নম্বর বুথের যত SIR-এর কাগজগুলো তৃণমূলের জেতা মেম্বার ভোলা বিশ্বকর্মা, ওঁর কাছে, উনি ওখানে বসে তত্ত্বাবধান করছেন। আরও ওখানকার তৃণমূল নেতৃত্ব ছিল। কাগজগুলো সব তৃণমূল সদস্যদের কাছে চলে গেছে। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিজেপি কর্মীরা রমণ শর্মার নেতৃত্বে জড়ো হন কাঁকসা বিডিও অফিসে। বন্ধ করে দেন বিডিও অফিসের মূল দরজা। গেটের সামনে বসে শুরু হয় বিক্ষোভ।